স্থানীয় সংবাদ

বাগেরহাটে পিসি কলেজ ছাত্রদল সভাপতির উপর নিজ দলীয় সশস্ত্র হামলা

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের সরকারি পিসি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি বেল্লাল শেখের নিজ দলীয় ক্যাডাররা প্রকাশ্য দিবালোকে সশস্ত্র হামলা করেছে। রবিবার বেলা ১ টার দিকে কলেজ ক্যাম্পাসের পালকিঘর এলাকায় এ হামলা চালানো হয়। আহত বেল্লাল শেখ সরকারি পিসি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি জেলার মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ এলাকায়। পড়াশুনার সুবাদে সে জেলা সদরের দশানী এলাকায় থাকেন। ঘটনা বিষয়ে জানা গেছে, গেল শনিবার বাগেরহাট সরকারি পিসি কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ। এ কমিটিতে বেল্লাল শেখকে সভাপতি এবং রেদওয়ান কাদের কে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া বাগেরহাট জেলার ৩০টি কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ। এরপর থেকেই বিভিন্ন কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দলীয় পর্যায়ে নানা অভিযোগ ও আলোচনা সমালোচনা শুরু হয়। নবগঠিত ওই কমিটিকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এক পক্ষ বেল্লাল শেখসহ তাদের লোকজনের উপর ওই হামলা করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ ছাত্রদল সভাপতি বেল্লাল শেখ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আয়শা আক্তারসহ ৩ জন আহত হয়েছেন। তবে হামলাকারিদের পরিচয় স্পষ্ট করেনি আহতরা। তবে কলেজ সূত্র বলছে, নবগঠিত পিসি কলেজ ছাত্রদলের সভাপতি বেল্লাল শেখ ও তাঁর অনুসারীরা কলেজের পালকি ঘর সংলগ্ন পুকুর পাড়ে আসলে প্রতিদ্বন্দি গ্রুপ তাদের ওপর হামলা চালায়। কিল, ঘুসি, লাখি মারতে থাকে বেল্লাল ও তার সঙ্গে থাকাদের উপর। কলেজ ছাত্রদলের সভাপতি বেলাল শেখ সংবাদ কর্মীদের বলেন, আমরা নবগঠিত কমিটির সদস্যরা শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আমাদের ওপর অতর্কিতভাবে এ হামলা করা হয়। তবে কারা এবং কেন তাদের উপর হামলা করেছে এ বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলতে চাননি। হামলাকারীদের মধ্যে কয়েকজন কমিটির সদস্য রয়েছেন। তবে হামলার কারণ জানেন না বলে দাবি করেছেন তিনি। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, নিজ দলীয় কোন্দলে এক পক্ষ অপর পক্ষকে মারপিট করেছে। নবগঠিত কলেজ কমিটির সাধারণ সম্পাদক রেদওয়ান বলেন, ঘটনার পর আমি কলেজে গিয়ে দোকানদার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। তারা হামলার কথা জানালেও কারা জড়িত, সেটা কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। বিষয়টি নিয়ে আমরা সাংগঠনিকভাবে আলোচনা করছি। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাহামুদ-উল-হাসান বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button