একটি দল দেশব্যাপী ফ্যাসিষ্টদের মতো দখলবাজি, চাঁদাবাজি শুরু করেছে : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

তালা প্রতিনিধি ঃ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে মধ্যে আওয়ামী লীগ ২১ বছর, বিএনপি ১৫ বছর আর জাতীয় পার্টি ৯ বছর ক্ষমতায় ছিল। এই ৩টি দল দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি, তারা শুধু নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। ক্ষমতায় যায়নি শুধু জামায়াতে ইসলামী। এবার জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে একটিবার পরীক্ষা করুন। জামায়াতে ইসলামী ঘুষ, দূর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস করে না। জামায়াত ক্ষমতায় যেতে পারলে শাসক হবেনা, সেবক হবে। ইসলামী সরকার গঠন করলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। সকল ধর্ম-বর্ণের মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করবে।
তিনি বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে। রাজনীতিতে নতুন স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে। আমরা অনেকের বক্তব্যের মধ্যে ফ্যাসিবাদের সুর শুনতে পাচ্ছি। পতিত স্বৈরাচারের মতো তারাও জামায়াতকে নিষিদ্ধ করতে চায়। সকলকে ঐক্যবদ্ধ ভাবে এদের প্রতিহত করতে হবে। দেশের উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য তিনি সকলেল কাছে দাঁড়িপাল্লায় ভোট চান ।
মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা- ভিশনকে সামনে নিয়ে তালা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (২০ অক্টোবর) দুপুরে তালা সরকারী হাইস্কুল পুরাতন খেলার মাঠে এসমাবেশ অনুষ্ঠিত হয়।
অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, ৫ আগষ্টের পরে একটি দল দেশব্যাপী দখলবাজি, চাঁদাবাজি শুরু করেছে। ফ্যাসিষ্টদের মতো তারা লুটপাট শুরু করেছে। জামায়াতে ইসলামী সকল শ্রেণী পেশার মানুষের এসকল অন্যায় অবিচার থেকে মুক্ত করতে চায়। সকলের সহযোগীতায় নতুন বাংলাদেশ গড়তে চাই।
তালা উপজেলা জামায়াতের আমির মাও. মফিদুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী মো. ইদ্রিস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জতউল্লাহ ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী নুরুল ইসলাম সাদ্দাম।
বক্তব্য রাখেন, খুলনা অঞ্চলের দ্বায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, অমুসলিম শাখার ডুমুরিয়া উপজেলা সভাপতি কৃষ্ণ নন্দী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাও. আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় শুরা সদস্য শিক্ষক শফিকুল ইসলাম, সাবেক জেলা আমির হাফেজ রবিউল বাসার, সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, খুলনা জেলা ছাত্র শিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. শেখ মাহমুদুল হক, জেলা সেক্রেটারী আজিজুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা জেলা যুব জামায়াতের সভাপতি ওমর ফারুক ও ছাত্র শিবিরের সাতক্ষীরা জেলা সভাপতি জুবায়ের হোসেন প্রমুখ।