কলারোয়ায় শিশু হত্যা : অভিযুক্ত মা আটক

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় একাধিক কন্যা সন্তান জন্ম নেয়ায় মায়ের হাতে প্রাণ প্রদীপ নিভে গেছে ৫দিনের এক শিশু কন্যার। বাড়ির পাশে খালের কচুরিপানার মধ্যে মিলেছে ওই শিশুর মরদেহ।
মর্মান্তিক ও নিষ্ঠুরতম এ ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাতের কোন এক সময় উপজেলার রঘুনাথপুর গ্রামে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল জব্বারের মেয়ে এবং শ্যামনগর থানার নওয়াবেকী এলাকার ইজিবাইক চালক ইব্রাহিম খলিলের স্ত্রী শারমিন আক্তার(৩২) পরপর ২ কন্যা সন্তান জন্ম দেন। এরপর তৃতীয় দফায় আবারো কন্যা সন্তান জন্ম দেন তিনি।
একাধিক কন্যা সন্তান জন্ম নেয়ায় অজ্ঞাত কারণে ৫ দিনের নবজাতক কন্যা শিশুকে পার্শ্ববর্তী খালের পানিতে কচুরিপানার ভিতর ফেলে হত্যা নিশ্চিত করে মা শারমিন আক্তার।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতের দাদি খাদিজা খাতুন হত্যা মামলা দায়ের করায় কলারোয়া থানা পুলিশ শিশু হন্তারক মা শারমিন আক্তারকে আটক করেছে। আটক হওয়া সন্তান হন্তারককে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তবে এলাকাবাসীর ধারণা মর্মান্তিক এ হত্যাকা-ে শুধু মা নয় পরিবারের অন্য সদস্যরা জড়িত থাকতে পারে।