খুলনা বিএসটিআই’র উদ্যোগে সাতক্ষীরা ও বাগেরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস ও কচুয়া উপজেলা প্রশাসন এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। বাগেরহাটের কচুয়া সাইনবোর্ডে মেসার্স শেখ ওসমান আলী ফিলিং স্টেশন কে প্রতি ১০ লিটার অকটেনে ২০০ মিলি লিটার কম প্রদান করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান, উপজেলা নির্বাহী অফিসার, কচুয়া এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা হাফিজুর রহমান, পরিদর্শক (মেট) ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ও বিএসটিআই বিভাগীয় অফিস খুলনা ও সাতক্ষীরা জেলা প্রশাসন এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। সদর সাতক্ষীরার সুলতানপুর বড়বাজার রোড নিউ গুলশান কসমেটিকস বিক্রয়কারী প্রতিষ্ঠানে বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ব্যতিত আমদানিকৃত শ্যাম্পু, ফেস ওয়াস, লোশন বিক্রয় -বিতরণের দায়ে এবং নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম বিক্রয়ের দায়ে বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা অনুযায়ী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পচিশ হাজারটাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা ফিল্ড অফিসার ( সিএম) মোঃ আব্দুল মান্নান ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন ।