স্থানীয় সংবাদ

মা ইলিশ সংরক্ষণে ১৮দিনে অভিযানে ১৭২ কেজি ইলিশ জব্দ

# তিন দিন পর উঠছে নিষেধাজ্ঞা #

স্টাফ রিপোর্টার: চলছে মা ইলিশ প্রজনন মৌসুম আর এই মা ইলিশ সংরক্ষণে চলছে নিষেধাজ্ঞা। এ সময়ে ইলিশ আহরণ, মজুদ, পরিবহণে রয়েছে নিষেধাজ্ঞা। আর গেল ১৭ দিনের অভিযানে মাত্র ১৭২ কেজি ইলিশ উদ্ধার দেখিয়েছে খুলনা জেলা মৎস অধিদপ্তর। এ দিকে এখনও চলছে খুলনার নদীতে জেলেদের ইলিশ আহরণ। জানাযায় অভিযানের কথা আগেই মোবাইল ফোনে সংকেত চলে আসে এসব জেলেদের মাঝে। এছাড়া দিনে নিয়মিত অভিযান দেখালেও রাত্রে অবাধে চলছে ইলিশ আহরণ। আর এসব ইলিশ খুব ভোরে চলে যায় ক্রেতাদের কাছে। গেল ৪ অক্টেবর হতে ২৫ শে অক্টেবর পযন্ত রয়েছে মা ইলিশ সংরক্ষণের নিশেধাজ্ঞা। আর এই ২২ দিনের নিষেধাজ্ঞার পরও চলছে ইলিশ আহরণ।খুলনা মৎস অধিদপ্তরের সর্ব শেষ তথ্য মতে গেল ১৭ দিনে খুলনা মোট ৯টি উপজেলায় মাত্র ১শ ৭২ কেজি ইলিশ জব্দর পাশাপাশি ৮২ বার অভিযান পরিচালনা করেছে খুলনা মৎস অধিদপ্তর স্থানীয় নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা। যার মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে মাত্র ৩১ বার এছাড়া মাছ ঘাট গুলোতে পরিদর্শন করা হয়েছে ৮৪ বার,মৎস আড়ৎ গুলোতে সচেতনতা মূলক লিফলেট ও পরিদর্শন করা হয়েছে ১৫০ বার। বাজার পরিদর্শন ২০৫ টি,পাশপাশি মাছ ধরার কারেন্ট জাল উদ্ধর করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৬৯০ মিটার । তবে, অভিযানে কোন মামলা বা আটক নেই। এ বিষযে খুলনা জেলা মৎস কমৃকর্তা মোঃ বদরুজ্জামান বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন পযেন্টে আমাদের সোর্স কাজ করছে। এমনকি আমরা সঠিক তথ্য মতে রাত্রেও নিয়মিত অভিযান পরিচালনা করছি। আর নৌ পুলিশের সাথে আমাদের জেলার উপজেলা মৎস কর্মকর্তারা নিয়মিত টহল দিচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button