স্থানীয় সংবাদ

৩নং ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক মিঠু বহিস্কার

# মাদকের সাথে সংশ্লিষ্টতাসহ নানা অভিযোগ #

স্টাফ রিপোর্টারঃ মাদক সাথে সংশ্লিষ্টতাসহ নানা অভিযোগে-শৃংখলার ভঙ্গের অভিযোগে মহানগরীর ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম মিঠুকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। মহানগর বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন।দলীয় শৃঙ্খলার ভঙ্গের অভিযোগে মহানগর্রী মিঠুর বহিস্কারের কথা শুনে এলকার শান্তিপ্রিয় মানুষ দলের নেতাদের কে অভিনন্দন জানিয়েছেন।
গত ২৩ অক্টোবর মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত পত্রে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে মো. রকিবুল ইসলাম মিঠুকে বহিস্কার করেছেন এবং দলের সকলকে তার সাথে কোন ধরণের সম্পর্ক না রাখার আহবান জানিয়েছেন।তবে স্থঅনীয় একটি সূত্র জানায়, মিঠু দলের পদ পদবি পাওয়ার পর এলাকায় মাদ সাতে জড়িয়ে পড়ে। যা দলের নেতা-কর্মীরা তার কর্মকান্ডে বিিিবন্ন সময় বিভ্রান্ত হয়। অবশেষে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্টতার অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করা হয় বলে সূত্রটি জানায়। মিঠ ুনিজ বাড়িতেই মাসক সেবনের নিরাপদ জোন করেছেন। প্রতিদিন গভীর রাত পর্যন্ত তার বাড়িতে চলতো মাদক সেবনকারীদের আড্ডা। ক্ষমতার অপব্যবহার করতে স্বজনদেরও ছাড়েননি। স্বজনদের সাথে ক্ষমতার অপব্যবহার করে জমি জমা দখল করেছেন এ্ মিঠু।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button