স্থানীয় সংবাদ

খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে কেএমপি’র সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) আজ মঙ্গলবার শহরের জিরো পয়েন্ট মোড়ে একটি বর্ণাঢ্য ট্রাফিক সচেতনতা সমাবেশের আয়োজন করে। বিপুল সংখ্যক ইজিবাইক চালক অনুষ্ঠানে অংশ নেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক ও প্রোটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশ শুরুর আগে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম স্কুল-কলেজের কাছে বেপরোয়াভাবে গাড়ি না চালানো, চালকের পাশে যাত্রী বহন না করা, চৌরাস্তা অবরোধ না করা এবং ক্লান্ত অবস্থায় যানবাহন না চালানো বা যাত্রী তোলার জন্য এলোমেলোভাবে না থামানোর আহ্বান জানিয়ে
ইজিবাইক চালকদের শপথ বাক্য পাঠ করান।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, শহরের যানজটের জন্য মোড় এবং ব্যস্ত রাস্তায় অবৈধ পার্কিং একটি বড় কারণ। তিনি মনে করিয়ে দেন যে চালক এবং যাত্রী উভয়ই পরিবারের প্রতিনিধিত্ব করে এবং একজন চালকের অসাবধানতা অনেক পরিবারের জন্য দুঃখজনক ঘটনা ডেকে আনতে পারে। তিনি চালকদের পুরো রাস্তা ধরে দৌড় প্রতিযোগিতা বা দখল না করার নির্দেশ দেন এবং সমাবেশের সময় বহন করা প্ল্যাকার্ডগুলিতে প্রদর্শিত ট্রাফিক নিয়ম কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান।
তিনি নগরীর যানজট কমাতে ইজিবাইক চালকদের দুটি শিফটে গাড়ী চালকদের পরামর্শ দিয়ে বলেন, “আমরা যদি সকলেই ট্রাফিক আইন মেনে চলি, তাহলে খুলনাকে একটি নিরাপদ এবং যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে পারব,”।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button