খুমেক হাসপাতালে সাংবাদিকের উপর হামলায় তিন সদস্য তদন্ত কমিটি গঠণ

স্টাফ রিপোর্টর : গেল সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন কালে সাংবাদিক নুর মোহাম্মাদ লিটুর উপর হামলা ও প্রাণ নাশের হুমকিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। তদন্ত কমিটিতে খুলনা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমানকে সভাপতি ও সদস্য হিসেবে ডাঃ ছাকিবুন নহার চৌধুরী জুনিয়ার কনসাল্টান্ট খুলনা জেনারেল হাসপাতাল, ডাঃ মোঃ রবিউল ইসলাম মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস খুলনাকে সদস্য করা হয়েছে। গতকাল মঙ্গলবার ২৭,০০১.১৫ নং স্মারকে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা মো: মুজিবুর রহমান সাংবাদিকের উপর হামলার ঘটনায় সুষ্ঠ তদন্তের জন্য তদন্ত কমিটি গঠণ করেন। এছাড়া উক্ত তদন্ত কমিটি আগামী ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে নির্দেশ করেন। উল্লেখ্য, সাংবাদিক নুর মোহাম্মাদ লিটু স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকার মাল্টি মিডিয়ায়তে কর্মরত আছেন। দীর্ঘদিন যাবৎ খুমেক হাসপাতাল প্রাচীর ঘেষে অবৈধ রওশনা ডায়াগনস্টিক ল্যাব এন্ড রিচার্স সেন্টারে কতিপয় দালাল গ্রামের সহজ সরল রোগীদের টার্গেট মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রোগী ভাগিয়ে নিয়ে মোটা অংেকর অর্থ হাতিয়ে নিচ্ছিল।এ সময়ে সাংবাদিক লিটু ঘটনার প্রতিবাদ করায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রজেক্ট ল্যাব টেকনলজিষ্ট পটুয়াখালি ২৫০ শয্যা হাসপাতালে কর্মরত মোঃ সেলিমুজ্জামান নামে একজন ব্যক্তি সাংবাদিকের উপর হামলা ও অকত্য ভাষায় গালি গালাজ করে।যার প্রেক্ষিতে বিভিন্ন সংবাদ পত্রে ও সংবাদ প্রকশিত হয়।



