স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় দিন মজুরের মৃত্যু

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ ডুমুরিয়ায় সড়ক দুর্ঘঠনায় প্রভাষ মন্ডল (৪১) নামের এক দিন মজুর মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কৈয়া ব্রীজের পাশে একটি মটর বাইকের ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত প্রভাষ মন্ডল উপজেলা সদরের মির্জাপুর গ্রামের জিতেন মন্ডলের ছেলে।
নিহতের পরিবার ও প্রতক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কাজের সন্ধানে যান দিন মজুর প্রভাষ মন্ডল। পথিমধ্যে কৈয়া ব্রীজের পাশে গিয়ে রাস্তা পার গওয়ার চেষ্টা করেন। এরই মধ্যে একটি দ্রুত গতির মটর বাইক তাকে ধাক্কা দেয়। এতেই তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button