ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক দুর্ঘটনায় নিহত-১

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার জসিম (২৬) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের চর গোবরা এলাকায় দোলা ফিলিং স্টেশনের সামনে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত জসিম মোল্লাহাট উপজেলার দারিয়ালা গ্রামের শাহাবুর শেখের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরের আলো ফোটার আগমুহূর্তে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোলা পাম্পের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকটি সড়কের পাশে খাদের কিনারায় পড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারান ট্রাকের চালক গুরুতর আহত ও হেলপার ঘটনাস্থলেই মারা যায়।
নিহতের পরিবার জানায়, মাত্র ছাব্বিশ বছরের তরুণ জসিম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রতিদিনের মতোই কাজে বের হয়েছিল জসিম। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলায় সড়কের বুকে থেমে গেল এক তরুণের জীবনযাত্রা। এ ঘটনায় দারিয়ালা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।



