রূপসায় বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষ : আহত- ৫

রূপসা প্রতিনিধি : যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের কর্মী ও বিএনপির অপর একটি গ্রুপের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদেরকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক নির্বাচনী গনসংযোগের জন্য রূপসা উপজেলা সদরে আসার কথা ছিলো। তার আগমনের পূর্ব মূহুর্তে তার সমর্থকরা কাজদিয়া বাজার ওবায়দুল ফার্মেসির সম্মুখে অবস্থান করছিলো। এসময় আকস্মিক বিএনপি’র অপর গ্রুপের (দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের হামলা -মামলার শিকার রাজপথের কর্মী দাবি করা নেতৃবৃন্দ) কর্মীরা পারভেজ মল্লিকের সমর্থকদের সাথে তাদেরকে উক্ত অনুষ্ঠানে দাওয়াত না’দেওয়ায় বাগবিত-া ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালে পারভেজ মল্লিক সমর্থক শাহাজাদা আলমগীর (৩৭), শান্ত শেখ (৩৪), ইমরান শেখ (৩৩), বুলু শেখ (৪০) আহত হয় এবং অপর পক্ষের জাহিদুর রহমান(৩৫) যখম প্রাপ্ত হয়। ঘটনার পর আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনার প্রায় দুই ঘন্টা পর বিএনপি নেতা পারভেজ মল্লিক উপজেলা সদরে পৌঁছালে দুই গ্রুপের মধ্েয আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ওমর ফারুক (৭০) আকরাম শেখ (৫০), আনিসার শেখ (৫৫) শারীরিক ভাবে লাঞ্ছিত ও প্রহৃত হন। ঘটনার বর্ননা দিতে গিয়ে শান্ত শেখ বলেন বিএনপি নেতা পারভেজ মল্লিকের আগমন উপলক্ষে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় হেলাল ভাইয়ের সমর্থকরা আমাদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও জখম করেছে। এদিকে টিএসবি ইউনিয়ন বিএনপি নেতা জাহিদুল ইসলাম জানান বিএনপির রাজনৈতিক সমাবেশ সম্পর্কে পূর্ব থেকে স্থানীয় বিএনপিসহ কাউকে কিছু অবহিত করা হয়নি। আজিজুল বারী হেলাল ভাইয়ের সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি মিছিল নতুনহাট থেকে উপজেলা সদরের উদ্দেশ্য যাচ্ছিলো। এসময় আজিজুল বারী হেলালকে উদ্দেশ্য করে কতিপয় যুবকরা কুরুচিপূর্ণ মন্তব্য করে। এর প্রতিবাদ করায় পারভেজ মল্লিক সমর্থকরা আমাদের উপর হামলা চালায়। এ ব্যাপারে রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, একটি রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে থানা পুলিশের নেতৃত্বে অতি দ্রুত তা নিয়ন্ত্রণ করা হয়। পরিস্থিিত এখন শান্ত।
 
  
 

