খালিশপুরে “মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি” স্লোগান নিয়ে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার : দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে খালিশপুর থানা ছাত্রদলের আয়োজনে সোমবার (১০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে “আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর উদ্বোধন অনুষ্ঠান।অনুষ্ঠানের উদ্বোধন ও পৃষ্ঠপোষকতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। এবারের টুর্নামেন্টের মূল প্রতিপাদ্য “মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি।”উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রকিবুল ইসলাম বকুল বলেন,“শক্তিশালী ও সচেতন যুব সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। মাদককে না বলুন, শিক্ষাকে হ্যাঁ বলুন এই চেতনা ছড়িয়ে দিতে হবে প্রতিটি তরুণের মাঝে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে দরকার সচেতনতা, উদ্দীপনা ও ইতিবাচক বিকাশ। খেলাধুলার মাধ্যমেই গড়ে উঠবে সুস্থ, সাহসী ও স্বপ্নময় প্রজন্ম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খুলনা জেলা বিএনপির অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনসহ স্থানীয় শিক্ষাবিদ ও নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মিরাজ হোসেন মানিক, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. ফয়সাল বাপ্পী।এ অঞ্চলের ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের দল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় ও নিউজপ্রিন্ট মাধ্যমিক বিদ্যালয়। খেলায় নিউজপ্রিন্ট মাধ্যমিক বিদ্যালয় দল ৩-২ গোলে প্রভাতী বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন এবং ভবিষ্যত প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে আলোকিত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।



