স্থানীয় সংবাদ

শিরোমনি কেডিএ মার্কেটের দুটি দোকানের তালা ভেঙে মালামাল লুট

# ৫ লক্ষ টাকা চাঁদা দাবী না পেয়ে #
# দোকান জোরপূর্বক দখলের অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খানজাহান আলী থানাধিন শিরোমণিক কেডিএ মার্কেটের দুটি দোকানের তালা ভেঙে মালামাল লুট করে জোরপূর্বক তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দোকান দুটির মালিকের কাছে পাঁচ লক্ষ টাকা চাদা দাবি করে। চাদার টাকা না পেয়ে অভিযুক্তরা দোকানে তালা ভেঙে মালামাল লুট করে জোরপূর্ব তালা লাগিয়ে দিয়েছে। ভুক্তভোগী এ বিষয়ে শিরোমণি বাজার বণিক সমিতির নিকট লিখিত অভিযোগ দিয়ে কোন সমাধান না পেয়ে অবশেষে মামলা দায়ের করেছে।
বাজারের ব্যবসায়ী শান্ত ফকির বাদী হয়ে শিরোমনি ৭ নং ওয়ার্ডের শেখ গোলাম মাওলার পুত্র শেখ শাহিনুর রহমান (৪৪) এবং আনিসুর রহমান(৪০) সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেছে(মামলা নং ৪, ৯/১১/২০২৫)।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বাগেরহাট সদরের ফকির বাড়ি, গোবিন্দপুর গ্রামের আব্দুস জব্বার ফকিরের পুত্র শান্ত ফকির(৩৬) খানজাহান আলী থানার শিরোমনি বাজারে মাছের বাজারের পার্শ্বে কেডিএ মার্কেটে ২টি দোকানের পজেশন কিনে দীর্ঘ ৮ বছর যাবত ব্যবসা করে আসছে। শিরোমনি ৭ নং ওয়ার্ডের শেখ গোলাম মাওলার পুত্র শেখ শাহিনুর রহমান ও আনিসুর রহমান ২টি দোকান হতে ১টি দোকান শান্ত ফকিরকে ছেড়ে দিতে বলে। তাদের কথায় রাজি না হওয়ায় অভিযুক্তরা শান্তকে বলে এই বাজারে ব্যবসা করতে হলে আমাদেরকে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে তা না হলে ১টি দোকান ছেড়ে দিতে হবে। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় শেখ শাহিনুর রহমান ও আনিসুর রহমান সহ অজ্ঞাতনামা ১০-১২ জন গত ৩ ফেব্রুয়ারি দুপুরে ৮৭ নং দোকানটির তালা ভেঙ্গে দোকানের প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পরবর্তীতে আসামীরা উক্ত দোকানে নতুন তালা মেরে দেয়। পরবর্তীতে গত ৪ জুলাই দুপুরে পূর্বের ন্যায় শেখ শাহিনুর রহমান ও আনিসুর রহমান সহ অজ্ঞাতনামা আরো ১০/১২জন
শান্তর আরো একটি দোকানের তালা ভেঙে দোকানের প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বিষয়টি শিরোমনি বাজার বণিক সমিতির কমিটিকে লিখিতভাবে দুই দফা জানানো হয়। বাজার বণিক সমিতি বিষয়টি কোন কর্ণপাত না করায় অভিযুক্তরা গত ২৩ অক্টোবর সকাল ১০ টায় শিরোমণি শহীদ মিনারের সামনে শান্ত অভিযুক্ত শাহিনুর রহমান ও আনিসুর রহমানকে দোকানের তালা খুলে দিয়ে মালামাল গুলো ফিরিয়ে দেয়ার জন্য অনুরোধ জানায়। এ সময় অভিযুক্তরা দোকানের মালিক শান্ত কে ৫ লাখ টাকা অন্যথায় একটি দোকান না দিলে মার্কেটে ব্যবসা করতে দেবে না এবং এ নিয়ে বাড়াবাড়ি করলে জানে মেরে ফেলার হুমকি দেন।
এ বিষয় শান্ত ফকির বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং-৪, ৯/১১/২০২৫)।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button