খুলনা বিশেষায়িত হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি

খবর বিজ্ঞপ্তি: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গতকাল (১৩ নভেম্বর) সকালে খুলনা বিশেষায়িত হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের আয়োজনে এবং ঈৎবফবহপব, ঐবধষঃযপধৎব-এর সহযোগিতায় একটি বর্ণাঢ্য রালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্যকে সামনে রেখে “কর্মক্ষেত্রে সুস্থ্য থাকুন, ডায়াবেটিসকে দূরে রাখুন” স্লোগানটি নিয়ে সচেতনতা মূলক এই কর্মসূচি পালিত হলো।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা: এ এইচ এম ছাদেকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা: শেখ আবু শাহীন। তিনি বলেন, “ডায়াবেটিস একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা। এর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে কর্মক্ষেত্রে দীর্ঘ সময় কাটানোর ফলে স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা চ্যালেঞ্জিং হতে পারে। এই দিবসে আমাদের প্রতিজ্ঞা হোক, কর্মক্ষেত্রেই যেন আমরা নিজেদের সুস্থতা নিশ্চিত করি এবং ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারি।” অনুষ্ঠানে বিশেষজ্ঞ বক্তারা ডায়াবেটিস এবং সুস্থতা নিয়ে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। বক্তব্য প্রদান করেন কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা: স্বদেশ কুমার চক্রবর্তী, নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো: সাইদুর রহমান শেখ এবং এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: আসাদুজ্জামান। বক্তারা বলেন, “ডায়াবেটিস বর্তমানে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। শুধুমাত্র খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ নয়, কর্মক্ষেত্রে নিয়মিত বিরতিতে হাঁটাচলা, পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক চাপ কমানোর মাধ্যমে ডায়াবেটিস এবং এর সাথে সম্পর্কিত জটিলতাগুলি যেমন হৃদরোগ ও স্নায়বিক সমস্যাকে অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। সচেতনতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ডায়াবেটিস থেকে সুস্থ থাকার মূল চাবিকাঠি।” উপস্থিত চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং ডায়াবেটিস প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলার অঙ্গীকার করেন।



