খুলনায় মাত্র ৯ মাসে পবিত্র কোরআন মুখস্ত করলো ৯ বছরের শিশু মুসা

স্টাফ রিপোর্টার : খুলনায় মাত্র ৯ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন ৯ বছরের শিশু মুস্তাকিম বিল্লাহ মুসা। তার এমন সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবক শিক্ষক শিক্ষার্থীসহ এলাকাবাসী। মুস্তাকিম বিল্লাহ মুসা মহানগরীর ডালমিল মোড়ের ৪২বি কে রায় রোডের বাসিন্দা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পিরোজপুরের সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মোস্তাফিজুর রহমান ও জাকিয়া জান্নাত আরা’র ছোট ছেলে।
এদিকে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসায় মুস্তাকিম বিল্লাহ মুসার শেষ সবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসার শাখা প্রধান হাফেজ ইমরান খালিদ জানান, মুস্তাকিম বিল্লাহ মুসা খুলনার তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসার হিফয বিভাগের শিক্ষার্থী। এখানেই তিনি মাত্র ৯ মাস ২১ দিনে পবিত্র কোরআনের হিফয শেষ করেছেন।
তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসার শাখা প্রধান হাফেজ ইমরান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর ও খুলনা জোন ইনচার্জ আ খ ম মাসুম বিল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার শাখা সহকারী শাহিন মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ মাদরাসা খুলনা শাখার প্রিন্সিপাল ইনচার্জ জনাব আরিফুল্লাহ, হাফেজ জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসাইন, হাফেয সাইফুল্লাহ, মুস্তাকিম বিল্লাহ মুসার বাবা মো. মোস্তাফিজুর রহমান, মা জাকিয়া জান্নাত আরা প্রমুখ।



