স্থানীয় সংবাদ

প্রতিশ্রুতি নয়, প্রার্থীর অতীত কাজ ও পরিচয় জেনেই ভোট দিন: রকিবুল ইসলাম বকুল

স্টাফ রিপোর্টার ঃ
ভোট চাইতে আসা প্রার্থীদের মিষ্টি কথায় বিভ্রান্ত না হয়ে তাদের আসল পরিচয় এবং জনগণের জন্য অতীতে তারা কী করেছেন, তা যাচাই করে মূল্যবান ভোট প্রয়োগের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
তিনি বলেন, “যে নেতা অতীতে জনগণের জন্য কাজ করেছেন, ভবিষ্যতেও তার কাজ করার সম্ভাবনা থাকে। কিন্তু যিনি কখনো কিছু করেননি, তার প্রতিশ্রুতিতে সংশয় থাকা স্বাভাবিক। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে পশ্চিমপাড়া সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত দৌলতপুর থানা ১নং ওয়ার্ডের সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা–৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এসব কথা বলেন।
বকুল বলেন, “নির্বাচন এলে সবাই আসবে ভোট চাইতে। কেউ বলবে এইটা করবো, কেউ বলবে সেইটা করবো, এমনকি কেউ ২০ তলা বিল্ডিং বানিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেবে। কিন্তু এই প্রতিশ্রুতি আদৌ বাস্তবায়িত হবে কিনা, তা পরীক্ষা করার দায়িত্ব আপনাদের। তিনি ভোটারদের উদ্দেশ্যে দুটি প্রশ্ন করার পরামর্শ দেন। “যারা ভোট চাইতে আসবে, প্রথমে তাদের জিজ্ঞেস করবেনÑআপনার পরিচয় কী? দিঘলিয়ার মাটির সঙ্গে আপনার সম্পর্ক কতটা? দ্বিতীয়ত জিজ্ঞেস করবেনÑজনগণের জন্য আজ পর্যন্ত কী কী করেছেন? সেই হিসাবটা আগে দিন। স্থানীয় সমস্যা প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “প্রতিবারই বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন ও মিল পুনরায় চালুর জন্য সরকার থেকে অনেক টাকা বরাদ্দ হয়। কিন্তু সেই টাকা পানির মতো ভেসে যায়, কোনো কাজ হয় না। এর কারণ হলোÑএকটি সত্যিকারের জনপ্রতিনিধিত্বমূলক সরকার নেই। তিনি বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত সরকার হলে সেই টাকা সৎভাবে ব্যবহৃত হবে। কারণ যাকে ভোট দেবেন, তার বাড়িঘর আপনাদের চেনা থাকবে।
রকিবুল ইসলাম বকুল বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে বলেন, “এই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন, গুম হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন। তাই আবেগের বশবর্তী হয়ে এই মূল্যবান ভোটটি নষ্ট করবেন না। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আজ আমরা এমন এক সংকটে আছি যেখানে আমাদের দেশ থাকবে কিনা, আমাদের সন্তানেরা মানুষ হতে পারবে কিনাÑতা নিয়েই প্রশ্ন উঠেছে। মাদকের সয়লাবে তরুণ সমাজ ধ্বংস হচ্ছে, কারণ দেশে কর্মসংস্থান নেই। তাই মিলগুলো পুনরায় চালু করতে হবে, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
সবশেষে তিনি বলেন, “আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। কিন্তু সকল বিচার-বিবেচনা করে আপনার দুঃসময়ের বন্ধুকে বেছে নেবেন, যাতে আপনার মূল্যবান ভোটটি নষ্ট না হয় এবং আগামী দিনে একটি জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায়। সভায় সভাপতিত্ব করেন আব্দুল করিম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন টিটু।
এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ আজমল হোসেন, মোহাম্মদ নাসির হোসেন, মোহাম্মদ আলতাফ হোসেন, মোঃ ফারুক হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে রকিবুল ইসলাম বকুল বলেন, “নেতৃত্বের অঙ্গীকার, জনগণের পাশে বিএনপিÑ গণতন্ত্র ও উন্নয়নের পথেই আগামীর বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button