আগামী সংসদ নির্বাচনে জামায়াত বিজয়ী হলে স্বপ্নের কয়রা গড়ে তোলা হবে ঃ মাও: আবুল কালাম আজাদ

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্বপ্নের কয়রা উপজেলা গড়ে তোলা হবে। কয়রাবাসীর এই দীর্ঘদিনের আকাঙ্খা পূরণে জামায়াতে ইসলামী কাজ করতে বদ্ধপরিকর। তিনি এলাকার জনগণের প্রতি সমর্থন জানিয়ে বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তবে দলমত নির্বিশেষে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি আধুনিক, উন্নত এবং সমৃদ্ধ কয়রা গড়ার কাজে আমি আত্মনিয়োগ করব। সোমবার বেলা ১১টায় কয়রার বাগালী ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাগালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বাগালী ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুল হামিদের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক শরিফুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামী’র সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ, জেলা সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের খুলনা জেলা দক্ষিণের সেক্রেটারি অয়েজকুরুনী প্রমুখ।



