স্থানীয় সংবাদ

বিএনপি ক্ষমতায় আসলে কেসিসি শ্রমিক-কর্মচারিদের অধিকার রক্ষায় কাজ করবে

কেসিসি শ্রমিক কর্মচারিদের সাথে মত বিনিময় সভা মঞ্জু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কপোরেশন শ্রমিক -কর্মচারি ঐক্য পরিষদের উদ্যোগে কর্মচারি ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর মত বিনিময় সভা সোমবার সন্ধ্যায় ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কর্মচারি ইউনিয়ন ও জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জল কুমার সাহা। চীফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান হাফিজ ও নাজমুল হক মুকুলের পরিচালনায় সভায় বক্তৃতা করেন বিএনপি নেতা জাফর উল্লাহ খান সাচ্চু, সাবেক ছাত্র নতো আসাদুজ্জামান মুরাদ, আরিফুজ্জামান অপু, আঃ রশিদ, রবিউল ইসলাম রবি, মজনু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেসিসি উপ সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ, অমিত সাহা, উপ-সহকারি প্রকৌশলী (যান্ত্রিক} সেলিমুল আজাদ, প্রশাসনিক কর্মকর্তা মারুফ রশিদ, এষ্টেট অফিসার গাজী সালাউদ্দীন, সিনিয়র লাইসেন্স অফিসার মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান, বাজার সুপার শফিকুল ইসলাম দিদার, দেলোয়ার হোসেন, এমপ্লয়ীজ ইউনিয়নের সাঃ সম্পাদক প্রার্থী আশরাফুল ইসলাম, আঃ সোবহান, আঃ হক, ওহেদুজ্জামান, আনারুল ইসলাম, শ্রমিক নেত্রী মমতাজ বেগম, রফিক, নুরুজ্জামান সুমন প্রমূখ। মত বিনিময় সভা পন্ড করার জন্য একটি চক্র গত দু’দিন ধরে নানা ষড়যন্ত্র করে । তবে সকলের সহযোগিতায় সে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সভা সফল করতে পারায় ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহা সবাইকে ধন্যবাদ জানান।প্রধান অতিথির বক্তৃতায় নজরুল ইসলাম মঞ্জু বলেন, কেসিসির শ্রমিক-কর্মচারিরা যে বেতন পায় তাতে তাদের সংসারই চলে না। আবার ভাড়া বাসায় থাকবেন কি করে। তারা অনেকটা মানবেতর জীবন যাপন করছেন। তাদের আবাসন ব্যবস্থা খুবই দরকার। বিএনপি ক্ষমতায় আসলে শ্রমিক -কর্মচারিদের আবাসনের ব্যবস্থা করা হবে। এত কস্টের মধ্য দিয়ে তারা নাগরিক সেবা করে চলেছেন। বাইরের কেউ এসে খুলনাকে সুন্দর নগরী বলে তখন গর্বে বুক ভরে ওঠে। তারা ক্ষমতায় আসলে মাস্টাররোল শ্রমিক-কর্মচারিদের অধিকার রক্ষায় কাজ করা হবে। এবারই প্রথম ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন হতে যাচ্ছে। দল কল্যাণ কর রাস্ট্র গঠনে কাজ করছে। বিগত দিনে ফ্যাসিবাদ আমলে একাই কেসিসি সৈরাচারের মত কেসিসি পরিচালনা করছে। বিএনপি আসলে জন অংশগ্রহণ মূলক কেসিসি পরিচালনা করা হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ কতরতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button