স্থানীয় সংবাদ
ব্লাস্ট খুলনার জিওএনজিও প্রতিনিধিদের সাথে কেস কোর্ডিনেশন সভা

স্টাফ রিপোর্টারঃ ব্লাস্ট খুলনা ইউনিটের উদ্যোগে সোমবার বিকেলে নিজস্ব কার্যালয়ে বিভিন্œ নাগরিক সংগঠনের প্রতিনিধিদের ও সরকারী কর্মকর্তাদের সাথে কেস কোর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্লাস্ট খুলনা ইউনিটের উপদেষ্টা এড. অশোক কুমার সাহা, ব্লাস্ট খুলনার ভারপ্রাপ্ত সমন্বয়কারী এড. রীমা খন্দকারের পরিচালনায় সভায় বক্তৃতা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কো অর্ডিনেটর এড. মোমনিুল ইসলাম, এড. ফাতেমা খানম,মাসাসের নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু, ভিকটিম সাপোর্ট সেন্টারের এসআই মাহমুদা, সাংবাদিক খলিলুর রহমান সুমন প্রমূখ।



