দৌলতপুরে বেবীট্যাক্সি ইউনিয়ন নেতা পান্নু আর নেই : শোক

স্টাফ রিপোর্টার ঃ দৌলতপুর-খুলনা বেবীট্যাক্সি সিএনজি চালিত অটোরিক্সা থ্রি হুইলার ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম (পান্নু) রবিবার (২৩ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ দৌলতপুর বেবীট্যাক্সি ইউনিয়ন চত্বরে অনুষ্ঠিত হয়। এরপর মহেশ্বরপাশা সাড়াডাঙ্গা সরকারি কবরখানায় মরহুমের দাফন সম্পন্ন হয়। এদিকে, বেবী ট্যাক্সি ইউনিয়ন নেতা পান্নুর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক ও বিবৃতি জানিয়েছেন অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, দৌলতপুর-খুলনা বেবী ট্যাক্সি সিএনজি চালিত অটো রিক্সা থ্রি হুইলার ড্রাইভার্স ইউনিয়নের নেতৃবৃন্দ যথাক্রমে- মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ মাহফুজ রহমান, মোঃ কামাল হোসেন, মোঃ মহিদুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, মোঃ হৃদয় আহম্মেদ (আকাশ বন্দ), মোঃ রমজান গাজী, মোঃ সিরাজ ব্যাপারী, কাজী জাহাঙ্গীর হোসেন, মোঃ মাসুম হাওলাদার, শেখ আব্দুস সাত্তার, মোঃ রিপন শেখ, পিন্টু চন্দ্র ঘোষ, মোঃ মুন্সি রমজান আলী, মোঃ হাবিবুর রহমান ও মোঃ কামাল হোসেনসহ সকল ড্রাইভারবৃন্দ।



