শিল্পাঞ্চল এখন মৃত নগরী, আ.লীগ নেতারা মেশিনারিজ বিক্রি করে দিয়েছে : শফিকুল আলম মনা

স্টাফ রিপোর্টার ঃ খুলনার এক সময়ের কর্মচঞ্চল শিল্পাঞ্চল খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার জনপদ এখন যেন ‘মৃত নগরী’। দীর্ঘদিনের পানির সংকট, পাটকল বন্ধ হওয়া, স্বাস্থ্যসেবা হারিয়ে যাওয়া এবং সর্বত্র নৈরাজ্যÑএলাকার এমন চিত্র তুলে ধরে কঠোর সমালোচনা করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের নেতারা লিজের নামে পাটকলগুলোর যন্ত্রাংশ খুলে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দিয়েছেন, অথচ শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা না পেয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। সোমবার (২৪ নভেম্বর) রাতে নগরীর দৌলতপুরস্থ ৩ নং ওয়ার্ডে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিশিষ্টজনদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুলের পক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ তোলেন। মনা বলেন, “গত ১০-১২ বছর ধরে এই এলাকায় পানির জন্য হাহাকার চলছে। নির্বাচন এলে মানুষকে ধোঁকা দিতে ডিপ টিউবওয়েল বসানো হয়। যেটিকে একসময় শিল্পাঞ্চল বলা হতো, সেটি এখন পুরো বন্ধ। দুপুর ১২টায় খালিশপুরে গেলে মনে হয় মৃত নগরীতে এসেছি।” পাটকল বন্ধ হওয়ার পর শ্রমিকদের মানবেতর অবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, “বাংলাদেশ পাট উৎপাদন করে, কিন্তু মিলগুলো বন্ধ। লিজের নামে সব যন্ত্রাংশ স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে। শ্রমিকরা পাওনা টাকা পর্যন্ত পায়নি।” স্বাস্থ্যসেবার সংকট তুলে ধরে তিনি অভিযোগ করেন, এলাকায় সরকারি-বেসরকারি কোনো মানসম্পন্ন হাসপাতাল নেই। “কেউ অসুস্থ হলে খুলনা মেডিকেলে পৌঁছানোর পথেই মারা যান,” উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে এবং জনগণ ম্যান্ডেট দিলে এই অঞ্চলে একটি বড় হাসপাতাল নির্মাণ করবেন রকিবুল ইসলাম বকুল।”বক্তব্যে ধর্মীয় অনুভূতি নিয়ে বিভ্রান্তিকর প্রচারণারও সমালোচনা করেন মনা। তিনি বলেন, “অনেকে বলছে তাদের ভোট দিলে বেহেশতে যাবেন। বেহেশতে নেওয়ার মালিক কেবল আল্লাহ। ভোটের সঙ্গে বেহেশতের টিকিটের কোনো সম্পর্ক নেই। এসব বলা শিরক।” সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, সাবেক যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ডের সাবেক সভাপতি শেখ শরিফুল আলম। মতবিনিময় সভা শেষে “ক্যাপ্টেন রকিবুল ইসলাম বকুল” শিরোনামের অনুপ্রেরণামূলক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বক্তৃতার শেষভাগে শফিকুল আলম মনা ভোটারদের আহ্বান জানান, বিপদে-আপদে পাশে থাকা নেতা হিসেবে রকিবুল ইসলাম বকুলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার।



