স্থানীয় সংবাদ

সভাপতি পদে রুহুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমান নির্বাচিত

# উৎসবমুখর ও শান্তিপুর্ণ পরিবেশে পথের বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ পথের বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ২৪ নভেম্বর সোমবার অত্যান্ত সুষ্ট, সুন্দর , শান্তিপুর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং তা বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এজেন্টসহ অন্যাণ্যদের উপস্থিতিতে চলে ভোটগণনা পরে ঘোষনা করা হয় কাংখিত ফলাফল। প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতিকের মোঃ রুহুল কুদ্দুস লস্কর ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে গোলাপফুল প্রতিকের মোহাম্মদ মফিজুর রহমান ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানাগেছে, পথের বাজার বনিক সমিতির মোট ১৩টি পদের মধ্যে ৪টি সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৯টি পদের বিপরিতে মোট ২৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
সভাপতি পদে চেয়ার প্রতিক নিয়ে ১২২ ভোট পেয়ে জয়লাভ করে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন প্রতিকের আনারস প্রতিকের হুমায়ুন কবির, তার প্রাপ্ত ভোট ১০৯। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মফিজুর রহমান তার প্রতিক ছিলো গোলাপ ফুল তার প্রাপ্ত ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন গরুরগাড়ি প্রতিকের সোহেল ফরাজি। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তালাচাবী প্রতিকের মোঃ শরিফুল ইসলাম(১৭৩) ও ডাব প্রতীকের মোঃ মকবুল হোসেন(১২১), সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে দোয়াত প্রতিকের মোঃ রাজা গাজী (১০৯) ও মাছ প্রতিকের মোঃ কুদ্দুস ফরাজী(১০১), সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত মোরগ প্রতিকের মোঃ রানা আকুঞ্জি (১৩৯), কোষাধক্ষ পদে নির্বাচিত হাতপাখা প্রতিকের মোঃ জসিম সরদার(১৩৪), প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছে গাভী প্রতিকের মোঃ নাঈম(১০৪)। সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যে ৪জন নির্বাচিত হয়েছেন তারা হলো মোঃ রায়হান শেখ, আবু সাঈদ শেখ, মোঃ রানা ও মোঃ ফেরদৌস মিনা। পথের বাজার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ মশিউর রহমান জানায়, ঐতিহ্যবাহী পথের বাজার বনিক সমিতির দ্বি-বাষিক নির্বাচনের বাজারের মোট ২৬৩জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ২৬১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরোতিহীন ভাবে চলে ভোট গ্রহণ । ভোটগ্রহণ শেষে সকল প্রার্থীর উপস্থিতিতে চলে ভোট গণনা ও ফলাফল ঘোষণা। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ মামুন মোরশেদ, মোঃ জাহাঙ্গীর হোসেন খোকা, বোরহান সরদার

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button