স্থানীয় সংবাদ

যশোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

যশোর ব্যুরো : যশোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। ২৩ নভেম্বর রোববার দিবাগত রাত দেড়টার দিকে শহরতলীর ধর্মতলা এলাকায় রেলক্রসিং অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে রেলপুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, খুলনা থেকে ঢাকাগামী নকশিকাঁথা ট্রেনটি রাত দেড়টার দিকে যশোর রেলস্টেশন ছেড়ে যায়। এরপর ধর্মতলা রেলক্রসিংয়ে পৌঁছালে অজ্ঞাত এক ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত হন। সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, আশপাশের স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এছড়া পিবিআই এর মাধ্যমে মৃত ব্যক্তির ফিঙ্গার ম্যাচিং করা হয়। কিন্তু ফিঙ্গার ম্যাচিং হয়নি। সিআইডি কর্তৃক নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button