স্থানীয় সংবাদ
কেশবপুরে সুপারি পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে স্পর্শ : আহত ১৭ বছরের কিশোর

যশোর ব্যুরো : যশোরের কেশবপুরে সুপারি গাছে উঠতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে শট সার্কিটে দগ্ধ হয়েছে মোঃ বসির উদ্দিন (১৭) নামে এক কিশোর। ঘটনাটি সোমবার সকালে কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, বসির উদ্দিন বাড়ির পাশে সুপারি গাছে উঠলে গাছের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে পাতা লেগে শট সার্কিট হয়। এতে তার পিঠ ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং সে গাছ থেকে নিচে পড়ে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কেশবপুর থানা সূত্রে জানা গেছে,এঘটনায় এখনো কোনো মামলা বা জিডি হয়নি।



