স্থানীয় সংবাদ

যশোরের নওয়াপাড়ার বঙ্গ ট্রেডার্সের আড়াই কোটি টাকা মূল্যের সার চুরি : তিন কর্মী আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের আকিজ রিসোর্স লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান মেসার্স বঙ্গ ট্রেডার্সের আড়াই কোটি টাকা মূল্যের ৪ হাজার ৮৪০ বস্তা সার চুরির মামলায় ওই প্রতিষ্ঠানের তিন কর্মীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) পুলিশ। একই সাথে সার চুরি করে বিক্রি করার ২২ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটক তিনজন হচ্ছে, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বরুলিয়া গ্রামের মৃত মনোতোষ মজুমদারের ছেলে সুমন মজুমদার (৩৫), চট্টগ্রামের খুলশী থানার ১০২ রেলওয়ে কলোনীর টাইগারপাস বটতলা এলাকার দুলাল দাস এর ছেলে বাবুল দাস (৩৬) এবং নারায়ণগঞ্জ বন্দর থানার ২০৩/২ উইলসন রোডের তফিকুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ (৪২)। ডিবি পুলিশ জানিয়েছে, অভয়নগরের নওয়াপাড়া নৌ বন্দরের বিভিন্ন ঘাট থেকে বঙ্গ ট্রেডার্স আমদানি করা সার দেশের বিভিন্ন স্থানের বিএডিসির গোডাউনে সরবরাহ করে থাকে। গত ১০ নভেম্বর সন্ধ্যার দিকে সাতটি ট্রাকে করে ৪ হাজার ৮৪০বস্তা সার রংপুর, রাজশাহী, নওগাঁ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিএডিসির গোডাউনে পাঠানো হয়। ওই সারের মূল্য ২ কোটি ৫২ লাখ ৮৯ হাজার টাকা। ঘটনার ৬ দিন পর ১৬ই নভেম্বর এবং ১৭ ই নভেম্বর বাবুল দাস ও পবিত্র কুমার কুন্ডু আকিজ রিসোর্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে ই-মেইল করে জানায়, সাতটি ট্রাকের সব বস্তা সার চুরি হয়ে গেছে। এরপর আরো ২হাজার ৪৪০ বস্তা সার ছাড় করানোর জন্য তারা অনুমোদন চাই। কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সন্দেহ হলে তারা আসামিদের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। ওই সার উদ্ধার করতে পারেননি তারা। এই ঘটনায় আকিজ রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপক (স্টোর এন্ড ইনভেন্টর) অভয়নগর থানায় একটি মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পায় যশোর ডিবি পুলিশ। ডিবি পুলিশ সদস্যরা ২৩ নভেম্বর রাতে মেসার্স বঙ্গ ট্রেডার্স এ গিয়ে ওই তিন কর্মীকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে। তারা স্বীকার করে ওই মালামাল ট্রাক চালকরা অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। তারা পরস্পর যোগসাজসে মালামাল ঘাট থেকে বের হতে সহযোগিতা করেন। পরে আসামী বাবুল দাসের ব্যবহৃত ব্যক্তিগত টেবিলের ড্রয়ার থেকে ২২ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় আরও তদন্ত চলছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button