ছাত্রীকে ধর্ষণ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন রাজু আহমেদ ওই শিক্ষার্থীকে তার অফিস কক্ষে ডেকে নেন। পরে নানা প্রলোভনে শরীরের বিভিন্ন স্থানে হাত দেন। বাধা দিতে গেলে মুখ চেপে ধরে খুনের হুমকি দিয়ে ধর্ষণ করেন। এভাবে গত ১০ নভেম্বর পর্যন্ত একাধিকবার স্কুলের অফিস কক্ষসহ বিভিন্ন জায়গায় নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন তিনি।
এ বিষয়ে মামলার আইনজীবী শাহরিয়ার মাহমুদ শাওন বলেন, ‘‘মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামলাটি এফআইআর করতে গাংনী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।’’
গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, ‘‘আদালতের নির্দেশনার কাগজপত্র এখনো থানায় আসেনি। আসলে মামলা রেকর্ড করে তদন্ত কার্যক্রমের পাশাপাশি আসামিকে গ্রেপ্তারে অভিযান চলানো হবে।’’



