বটিয়াঘাটায় ভদ্রা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে ৪ জনকে চার লক্ষ টাকা জরিমানা

# অনাদায়ে এক বছরের কারাদ- #
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের বারেআড়িয়া ভদ্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চার জনকে ভ্রাম্যমান আদালতে ৪ লক্ষ টাকা জরিমানা ও এক বছর করে বিনাশ্রম কারাদ- দিয়েছেন।
বালু মহল ও মাটির ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ উপধারা অনুযায়ী এ শাস্তি প্রদান করা হয়। আটককৃত ব্যাক্তিরা হলো মোংলা দিগরাজ এলাকার মোহাম্মদ আলী গাজীর পুত্র সোহরাব হোসেন, রুপসা সিংহের চর এলাকার চান মিয়ার পুত্র মোঃ শহিদ হোসেন, একই এলাকার শহিদ হোসেনের পুত্র শাহীন হোসেন, এবং ফরিদপুর আলফাডাঙ্গা কুচিয়া এলাকার তোফাজ্জেল মোল্যার পুত্র আনোয়ার মোল্যা। দন্ডের পাশাপাশি এমবি বুশরা নামের একটি লোড ড্রেজার ও এমবি নাজমা নাসিমা নামে একটি বাল্কহেড সরকারি অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. শোয়েব শাত-ঈল-ইভান। এ সময় উপস্থিত ছিলেন, সুরখালী ভুমি অফিসের কর্মকর্তা মো : জাকির হোসেন, বারোআড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রহিম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স। স্থানীয় রাজনৈতিক প্রতিনিধি।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. শোয়েব শাত-ঈল-ইভান বলেন, আগেও এ চক্রের বিরুদ্ধে একাধিকবার অভিযান চালানো হলেও তারা ধরা পড়েনি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পরিচালিত অভিযানে ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- ভোগ করতে হবে। একই সঙ্গে একটি আনলোড ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


