ফুলতলায় ৯২ বোতল নিষিদ্ধ লিকুইড সিরাপ ও ১০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : জেলার ফুলতলা থানা পুলিশ ৯২ বোতল নিষিদ্ধ লিকুইড সিরাপ ও ১০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে। আজ সোমবার সকালে উপজেলার দামোদর এলাকায় চেকপোষ্টে তল্লাশী করে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, চেকপোষ্ট পরিচালনাকালে ৯২ বোতল নিষিদ্ধ লিকুইড সিরাপসহ মোঃ রবিউল ইসলাম ওরফে রুবেলকে (৪০) কে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বসুপাড়া এতিমখানা মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোহাম্মদ নাঈম ওরফে ভুলু (৫০) ও রুনা বেগমকে (৪৫) কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো। এ ব্যাপারে ঘটনায় ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


