স্থানীয় সংবাদ

দেশের প্রয়োজনে খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি-মঞ্জু

# দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২৯, ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডে দোয়া #

স্টাফ রিপোর্টার ঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দেশে এখন একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মতো পরিস্থিতি ও পরিবেশ তৈরি হয়েছে। সারা দেশের মানুষ খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চাইছেন। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দেন, দেশের জন্য কাজ করার সুযোগ দেন। সোমবার (১ ডিসেম্বর) জোহর বাদ খুলনা সদর থানার ২৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নগরীর আলিয়া মাদ্রাসায় মাদার অব ডেমোক্রেসি, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আশুরোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও মেজবাহ উদ্দিন মিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান রাব্বুল আলামিন ও দেশবাসির নিকট দোয়া প্রার্থনা করেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। এসময় তিনি এই পরিস্থিতিতে দেশ ও জাতির জন্য প্রেরণার উৎস হিসেবে খালেদা জিয়াকে আরও দীর্ঘদিন পাশে পাওয়া প্রয়োজন উল্লেখ করে বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, বরং ‘সারা জাতির অভিভাবক’। এ কারণেই আজ এভারকেয়ার হাসপাতালে মানুষের ঢল দেখা গেছে। দেশের প্রয়োজনে খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরী। অনুষ্ঠানে আলিয়া মাদ্রাসার ছাত্রদের দুপুরের খাবার ব্যবস্থা করা হয়। পরে বিএনপি নেতা শমসের আলী মিন্টুর সভাপতিত্বে ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, গিয়াস উদ্দিন বনি, শামসুজ্জামান চঞ্চল, হাসান মেহেদী রিজভী, ইশহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, মাহবুবউল্লাহ শামীম, আব্দুল জব্বার, আব্দুল মতিন, মেশকাত আলী, মাহবুব হোসেন, মোস্তফা কামাল, খান শহিদুল ইসলাম, রিয়াজুর রহমান, ইকবাল হোসেন, মোহাম্মাদ আলী, জাকারিয়া লিটন, মাসুদ খান বাদল, আল বেলাল, শহিদুল ইসলাম লিটন, জিএম বারেক, মাহাবুব রহমান লিটন, সাইমুন ইসলাম রাজ্জাক, মাজেদা খাতুন, ডা. ফারুক হোসেন, জাহান আলী, হাসনা হেনা, হুমায়ুন কবির, রোকেয়া ফারুক, সাখাওয়াত হোসেন, ফিরোজ আহমেদ, সেলিম বড় মিয়া, আব্দুল জলিল, মোস্তাফিজুর রহমান বাবলু, ওহিদুল ইসলাম, আবু তালেব মোল্লা, ঈশা শেখ, মুশফিকুর রহমান অভি, ইউনুচ শেখ, অসিত কুমার সাহা, রাজিবুল আলম বাপ্পি, রাজিব তালুকদার, আসাদ সানা, শরিফুল ইসলাম, মোফাজ্জেল হোসেন, সিরাজুল ইসলাম বাবলু, সিরাজুল ইসলাম সিরাজ, এড. আসিব, খায়রুল বাসার, শফিউদ্দিন আহমেদ, জুয়েল রানা, হারুন মোল্লা, মামুনুর রহমান রাসেল, ফারুক হোসেন, রুহুল আমিন রাসেল, শামসুর রহমান, বিকুল ইসলাম বাবু, আরিফুর রহমান, তানজির ফাহাদ নাহিম, তৈবুর রহমার তপু, আবু নাঈম, কামরুজ্জামান সিরাজ, রাজু আহমেদ রাজ, আশিকুর রহমান সেলিম, মিনা মানিক, সালাউদ্দিন সান্নু, নাজমা বেগম, লাকি আক্তার, ফরিদা বেগম, নাসরিন সুলতানা, এস এম রাজু, তামিম হাসান, আলাউদ্দিন আলম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button