স্থানীয় সংবাদ

রামপাল নদীতে জালি বোট উল্টে বিপদগ্রস্থ নারী-শিশুসহ

# ৫২ জনকে উদ্ধার করেছে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ #

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের রামপালে নদীপথে বেড়াতে আসা নারী ও শিশুসহ ৫২ জন যাত্রী নিয়ে জালি বোট উল্টে নদীতে ভাসমানদের উদ্ধার করেছে তাপ-বিদ্যুৎকতৃপক্ষ। এ সময় স্থানীয় মইদাড়া নদীতে ভেসে যাওয়া নারী, শিশু ও বৃদ্ধসহ ২০ জনকে প্রাথমিক দিয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা ও বাইনতলা থেকে ৫২ জন লোক একটি ইঞ্জিন চালিত নৌকায় করে রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্রের নিকটবর্তী গৌরম্ভা এলাকায় একটি পারিবারিক অন্নপ্রাশন অনুষ্ঠানশেষে বাড়ী ফেরার পথে রবিবার বিকাল ৫ টার দিকে দূর্ঘটনাবশত বোটটি উল্টে যায়। ঘটনাটি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেটের কাছাকাছি হওয়ার দুর্ঘটনার শব্দে প্রধান গেটে কর্তব্যরত সিকিউরিটি গার্ডদের নজরে আসলে সাথে সাথে তারা সিকিউরিটি কন্ট্রোল রুমে অবহিত করে। সিকিউরিটি কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিকভাবে একটি মেডিকেল টিম এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত ফায়ার এন্ড সেফটি টিমকে অবহিত করে। কিছু লোক সাঁতার কেটে তীরে আসলেও বৃদ্ধ এবং শিশুরা নৌকার নিচে আটকা পড়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি, ফায়ার এন্ড সেফটি এবং মেডিকেল টিম তাদেরকে উদ্ধার করে দ্রুত এ্যাম্বুলেন্সে করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে নিয়ে যায়। ওই দুর্ঘটনায় নৌকাটিতে বৃদ্দ, নারী ও শিশু সহ ২০ জন লোক আহত হয়। রামপাল বিদ্যুৎকেন্দ্রর উপ-মহাব্যবস্থাপক ও মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম দ্রুত হাসপাতাল পরিদর্শন করেন, দুর্ঘটনা কবলিত ব্যক্তিদের সাথে কথা বলেন এবং দ্রুত তাদের চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। ফলে এই শীতের মধ্যে বড় হতাহতের হাত থেকে সকলে রক্ষা পেয়েছেন। কর্তব্যরত চিকৎসক ডা. আব্দুল্লাহ আল নোমান বলেন, সকলকে দ্রুত চিকিৎসা দেয়া হয়েছে এবং সকলেই বিপদমুক্ত আছে তাদেরকে কিছু সময় অবজারভেশনে রাখা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button