এই আপসহীন নেত্রীকে দেশের জন্য প্রয়োজন- মনি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার ঃ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার (২ ডিসেম্বর) নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইব্রাহিম খলিল এবং দোয়া পরিচালনা করেন আলহাজ¦ মীর মোহাম্মদ বাবু। মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।
প্রধান অতিথি দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্ততা কামনা করে বলেন, হে রব্বুল আলামিন, তাকে দ্রুত সুস্থতা দান করুন, সুস্থ হয়ে দেশ ও জনগনের সেবা করার সুযোগ দেন। তিনি আরও বলেন,
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দৃঢ়তার কারণে বাংলাদেশ আরও আগে ‘ভারতের দখলে’ চলে যায়নি। বিগত ১৬ বছর দেশটা যেভাবে ভারতীয় দখলে গিয়েছিল, তার অনেক আগেই চলে যেতে পারত। ওনার আপসহীন রাজনীতি ও দৃঢ়তার কারণেই সেটা সম্ভব হয়নি।’ এই আপসহীন নেত্রীকে দেশের জন্য প্রয়োজন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আবারও খালেদা জিয়াকে সুস্থ দেখতে পাব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, শেখ জামিরুল ইসলাম জামিল, রবিউল ইসলাম রবি, আনিসুর রহমান আরজু, নাহিদ মোড়ল, ইফতেখার জামান নবীন, শামীম আশরাফ, আব্দুর গফুর, আব্দুল্লাহ আল মামুন, ফিরোজ আহমেদ, আশিকুর রহমান, মুশফিকুর রহমান অভি, মামুনুর রহমান, ইমরান হোসেন, সুলতান মাহমুদ সুমন, মো. আব্দুল্লাহ, মো. আল আমিন, ইমরান হোসেন, মনিরুজ্জামান মনি, তৌহিদুজ্জামান দ্বীন, শেখ শাহরিয়ার হোসেন নি¤্র, শেখ শোয়েব, আসাদুজ্জামান রিপন, আবির হোসেন, সালাউদ্দিন সান্নু, ইমতিয়াজ সেজান, জীবন মীর, সৌরভ হোসেন আহিল, রাফসান জামি, নাঈম ইসলাম, শরিফুল ইসলাম, রিফাত পারভেজ রাফি, রাকিবুজ্জামান রাকিব, সিয়াম আহমেদ, শহিদুজ্জামান শহিদ, সানজিদ রহমান, মাকছুদুল মাকছুদ, মারুফ হোসেন, ইমন, ফজলে রাব্বি, ফয়সাল মাহমুদ শাওন, শাহজাহান সিরাজ, ইদ্রিস আলী, রহিম ইসলাম, মারুফ বিল্লাহ প্রমুখ।


