স্থানীয় সংবাদ
যশোরে ছুরিকাঘাত ও গণধোলাই দুইজন হাসপাতালে

যশোর ব্যুরো
ইজিবাইক চুরি নিয়ে পূর্বের বিরোধকে কেন্দ্র করে যশোরের পুলেরহাট বাজার এলাকায় ছুরিকাঘাতে এক নারী আহত হয়েছেন।পরে অভিযুক্ত ব্যক্তিকেও স্থানীয়রা গণধোলাই দিলে দু’জনেই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৬টার দিকে সদর উপজেলার কেষ্টমাটি রোডে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,পূর্বে ইজিবাইক চুরির ঘটনার মীমাংসা করতে গিয়ে জিন্নাত আলী (৪৭) মনসুর আলীর ছেলে তর্কের এক পর্যায়ে সোনিয়া (৪৫) স্ত্রী লিটন হোসেনকে ছুরিকাঘাত করেন। ঘটনার পর স্থানীয়রা জিন্নাতকে আটক করে পিটিয়ে আহত করে।
আহত দু’জনকে স্বজনরা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, দু’জনেরই অবস্থা আশঙ্কামুক্ত।#


