বিভাগীয় সমাবেশ সফল করায় খুলনাবাসীর প্রতি আন্দোলনরত ৮ দলের কৃতজ্ঞতা প্রকাশ

খবর বিজ্ঞপ্তি ঃ জুলাই জাতীয় সনদ সফল বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিক ১ ডিসেম্বর (সোমবার) নগরীর ঐতিহাসিক বাবরী চত্বরে (শিববাড়ি মোড়) খুলনা বিভাগীয় সমাবেশ সফল করায় খুলনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আন্দোলনরত ৮ দল খুলনার নেতৃবৃন্দ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরী সভাপতি মুফতি আমানুল্লাহ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ খুলনাবাসি, আইন-শৃঙ্খলাবাহিনী, সাংবাদিক, আন্দোলনরত ৮ দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, সর্বস্তরের নেতা-কর্মীরা পরিশ্রম করে খুলনা বিভাগীয় সমাবেশকে সফল করেছেন। সমাবেশে আন্দোলনরত ৮ দলের নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো অংশ নিয়ে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছেন। এ জন্য আন্দোলনরত ৮ দল খুলনাবাসীর কাছে চিরকৃতজ্ঞ। সমাবেশে জন¯্রােতে আবারো প্রমাণ করেছে খুলনার মাটি ইসলামী ও সমমনা দলগুলোর ঘাটি। বিবৃতিতে নগর জুড়ে যানজট সৃষ্টিতে নগরবাসীর ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। একইসাথে আগামী দিনেও আন্দোলনরত ৮ দলের সকল কর্মসূচিতে খুলনাবাসী ৮ দলের সঙ্গে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ। বিবৃতিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন, নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, আওয়ামী সরকারে বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলে ধরা হয়।


