পুলিশ বাদী হয়ে হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা

# খুলনায় আদালত চত্বরে জোড়া হত্যা #
স্টাফ রিপোর্টার ঃ খুলনার মহানগর ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে ফজলে রাব্বী রাজন ও হাসিব হাওলাদারকে হত্যার তিন দিন পর পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা দায়ের করেছে। বুধবার ( ৩ ডিসেম্বর) দুপুরে খুলনা সদর থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে হত্যা ও অস্ত্র আইনে মামলাগুলো দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হাই।
তিনি জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় পুলিশ নিজ উদ্যোগে মামলা করে। দুই মামলায় ১৫ থেকে ১৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এদিকে সোমবার ( ১ ডিসেম্বর) রাতে রূপসার চাঁনমারী এলাকার চর স্কুল গলিতে অভিযান চালিয়ে মো. রিপন (৩৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। পরদিন তাকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।
গত রোববার (৩০ নভেম্বর) দুপুরে আদালতের প্রধান গেটের সামনে জনাকীর্ণ সড়কে ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদারকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। নিহত দুজনই পলাশ বাহিনীর সদস্য হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে ‘গ্রেনেড বাবু’র সম্পৃক্ততারও তথ্য পেয়েছে পুলিশ।
মাদক ব্যবসা, কোন্দল ও আধিপত্য বিস্তারসহ চারটি সম্ভাব্য কারণকে সামনে রেখে ঘটনাটি তদন্ত করছে পুলিশ।


