স্থানীয় সংবাদ

খুলনার জনগণের উন্নয়নে মাথাল মার্কায় ভোট দিন

# গণসংযোগকালে মুনীর চৌধুরী সোহেল #

খবর বিজ্ঞপ্তিঃ নির্বাচনী প্রচার- প্রচারণায় নেমেছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য, খুলনা জেলা আহবায়ক ও খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল। তিনিবুধবার বিকেল পৌনে ৫টায় নগরীর ইসলামপুর রোড, শান্তিধাম মোড়, শামসুর রহমান রোড, সংশ্লিষ্ট রোডের সকল ডায়াগনস্টিক ও হাসপাতাল, সোনাডাঙ্গা, স্টেশন রোড, কদমতলা লঞ্চঘাট এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন। এসময় সংসদ সদস্য প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সদস্য সচিব আসিফ ইকবাল চৌধুরী, যুগ্ম আহবায়ক টিপু সুলতান, যুগ্ম সদস্য সচিব ও খুলনা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী আল আমিন শেখ, নির্বাহী সদস্য কবি নাজমুল তারেক তুষার, কাইয়ুম শরীফ জনি, জাহাঙ্গীর আলম পাটোয়ারী, সৈয়দ রাজিবুল রশীদ সুমন, বাপ্পী শরীফ প্রমুখ। গণসংযোগকালে খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল বলেন, তথাকথিত উন্নয়নের বুলি দিয়ে বিগত শাসকেরা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। খুলনার রাজনীতিবিদরাও সংসদ সদস্যও হয়েছেন। কিন্তু খুলনার জনগণের প্রকৃত উন্নয়ন হয়নি। বরঞ্চ খুলনার জনগণের উন্নয়নের পরিবর্তে কর্মসংস্থান বন্ধ করে দেয়া হয়েছে। শিল্পনগরী নামে খ্যাত খুলনায় পাটকল বন্ধ করে দেয়া হয়েছে। নিউজপ্রিন্ট মিল, টেক্সটাইল মিল, দাদা ম্যাচ ফ্যাক্টরীসহ অসংখ্য কলকারখানা বন্ধ করে দেয়া হয়েছে। ফলে হাজার হাজার কর্মক্ষম শ্রমিকের পেটে লাথি মারা হয়েছে। মুনীর চৌধুরী সোহেল আরো বলেন, শাসকগোষ্ঠী রাষ্ট্রের পুরাতন বন্দোস্তকে পূজিঁ করে রাষ্ট্রযন্ত্রকে নিজেদের পকেটে পুরেছে। নিজেদের দুর্নীতি-লুটপাট-অর্থপাচার জায়েজ করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে ফেলেছে। দেশে আইনের শাসন দৃশ্যত নেই। বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে খুন-ধর্ষণ চাঁদাবাজী দখলদারিত্ব ব্যাপক আকার ধারণ করেছে। জনগণের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা দরকার। নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা পেলে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিকশিত হবে। গণসংযোগকালে তিনি জনগণের প্রতি মাথাল মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, আইনের শাসন সমুন্নত রাখা, চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদকের বিরুদ্ধে অবস্থানসহ মানবাধিকার রক্ষা, সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button