খুলনা বিভাগীয় সমাবেশ পরবর্তী ৮ দলের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে খুলনা বিভাগীয় সমাবেশ পরবর্তী আট দলের পর্যালোচনা বৈঠক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামের খুলনা মহানগরাম এর আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি মুফতী শরীফ সাইদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি এফ এম হারুন অর রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা সাধারণ সম্পাদক মুন্সী মিজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী অ্যাডভোকেট শাহ আলম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মুফতী ইব্রাহিম খলিল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর খুলনা মহানগর সভাপতি এডভোকেট হানিফ উদ্দিন, খেলাফত মজলিসে খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন খুলনা জেলা প্রচার সম্পাদক মোঃ সাকিব হোসেন ও সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা প্রমুখ।
সভায় খুলনা বিভাগীয় সমাবেশ নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করে ভুল ত্রুটি গুলো শুধরে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


