স্থানীয় সংবাদ
দৌলতপুরে ট্রেন দূর্ঘটনায় যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন রেলিগেট-মানিকতলার মধ্যবর্তী স্থানে ট্রেন দূর্ঘটনায় তৌহিদুর রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে চিলহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়। নিহত তৗহিদ দৌলতপুর মহেশ্বরপাশা মুন্সিপাড়া এলাকার মিলন মিস্ত্রির ছেলে বলে জানা গেছে। এ বিষয়ে দৌলতপুর রেল স্টেশন ফাঁড়ি ইনচার্জ মো. আজাদ রহমান জানান, সকাল সাড়ে ৫ টার দিকে জানতে পারি চিলহাটি হতে ছেড়ে আসা খুলনাগামি ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের পরিচয় সনাক্ত করি, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেত তার পরিবারের কাছে করা হবে।


