এ দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতার প্রতীক বেগম খালেদা জিয়াÑ মঞ্জু

# দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৬, ৩১, ২৩ ও ২৯ নম্বর ওয়ার্ডে দোয়া #
স্টাফ রিপোর্টার ঃ গণতন্ত্রের বিরুদ্ধে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে যারা দাঁড়াবে, জনগণই তাদের প্রত্যাখ্যান করবে উল্লেখ করে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, গণতন্ত্র ফিরে পেতে ২০২৪ সাল পর্যন্ত জনগণকে অপেক্ষা করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে, গণঅভ্যুত্থান করতে হয়েছে। এখন আমরা ভোটাধিকার ফেরত পেয়েছি, কিন্তু প্রয়োগ করতে পারিনি। এ দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতার প্রতীক বেগম খালেদা জিয়া। এ দেশের জনগণের ঐক্যের প্রতীক তিনি। আজ তিনি অসুস্থ। রাব্বুল আলামিন যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন। বুধবার (৩ ডিসেম্বর) বাদ জোহর সোনাডাঙ্গা থানার ১৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল রায়েরমহল ১৬নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ জামিরুল ইসলাম জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। বিকেল ৪টায় ৩১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাবেক সাধারন সম্পাদক আসলাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। বিকেল সাড়ে ৪টায় বিকে স্কুল প্রাঙ্গণে ২৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। বাদ মাগরিব ২৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে মেজবাহ উদ্দিন মিজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ জাহিদুল হক। এ সকল কর্মসূচির প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন, খালেদা জিয়া সব সময় দেশ ও মানুষের জন্য রাজনীতি করেছেন। তাই তিনি দেশবাসীর ভালোবাসা পেয়েছেন। তার অসুস্থায় জাতিও উৎকণ্ঠায় আছে। যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি তার প্রতি সবার ভালোবাসা থাকবেই। তিনি শুধু বিএনপির নন, তিনি বাংলাদেশের সকল দল-মত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে। আজকে সারাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ, প্রত্যেকটি মসজিদ-মাদ্রাসায়, প্রত্যেকটি এতিম শিশু, প্রত্যেকটি মাদ্রাসার হাফেজগণ, সারাদেশের আলেম-ওলামা, মাশায়েখগণ প্রত্যেকেই একসাথে দোয়া করছেন আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনায়। আমরা আশা করি, আল্লাহপাক যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন।
এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সাদারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, এড. গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু, সাদিকুর রহমান সবুজ, গিয়াসউদ্দিন বনি, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, নাজমুল হক মুকুল, মোস্তফা কামাল, মহিউদ্দিন টারজান, সিরাজউদ্দিন সেন্টু, নাসির খান, মেশকাত আলী, খান শহিদুল ইসলাম, সৈয়দ বোরহান, জাহাঙ্গীর হোসেন, তরিকুল ইসলাম সোহান, রিয়াজুর রহমান, মিজানুজ্জামান তাজ, তরিকুল আলম তুষার, নূরে আব্দুল্লাহ, সাইমুন ইসলাম রাজ্জাক, শহিদুল ইসলাম লিটন, জামাল মোড়ল, আসাদুজ্জামান বাদশা, মোহাম্মাদ আলী, মোস্তফা জামান মিন্টু, এড. ওমর ফারুক বনি, কামাল উদ্দিন, মোল্লা মোস্তাফিজুর রহমান মিলন, মোল্লা আলী আহমেদ, বসির উদ্দিন মোড়ল, আজিজউল্লাহ ডাবলু, মোহাম্মাদ আলী মিঠু, অমিত কান্দি ঘোষ, আকিরুল ইসলাম, মাওলানা আব্দুল গফ্ফার, সুলতান মাহমুদ সুমন, খান রাজিব, শামীম আশরাফ,
এ আর রহমান, তালুকদার রাজিব, রোকেয়া ফারুক, এড. সুজা, খান আবু দাউদ, বাবুল হোসেন, ওহেদুজ্জামান শিমুল, মোস্তাফিজুর রহমান রাজু, সেলিম বড় মিয়া, মোস্তাফিজুর রহমান মোস্তাক, টিপু হাওলাদার, মুশফিকুর রহমান অভি, আসাদ সানা, মহসীন খান, ইমরান হোসেন, রুহুল আমিন রাসেল, সালাউদ্দিন সান্নু, মামুনুর রহমান রাসেল, পারভেজ মোড়ল, জাহিদুর রহমান খোকন, জাবিদ ইকবাল টিটু, সাখাওয়াত হোসেন, মিজানুর রহমান, কামরুল আলম খোকন, শাহাবুদ্দিন আহমেদ, মামুনুর রহমান, জুয়েল রহমান, মাসুদ রুমী, এনামুল কবির, আলাউদ্দিন আলম, দেলোয়ার হোসেন, হারুন হেলাল, ছিদ্দিক মাতবর, শেখ আসাদুজ্জামান, হারুন মোল্লা, রফিক, জামাল, সোহেল খন্দকার, রফিকুল ইসলাম, রিফাত, আল আমিন, আসলাম হোসেন, মোস্তফা জামান নোমান, সাইদ আলম, জেসমিন আক্তার, মো. ইব্রাহিম, বেল্লাল শেখ প্রমুখ।
