স্থানীয় সংবাদ

যশোরে প্রতারক চক্রের সদস্য আটক

যশোর ব্যুরো
নড়াইল থেকে বাড়ি ফেরার পথে প্রতারণার শিকার শরিফুল ইসলাম (৩০) নামে এক দিনমজুরের টাকা হাতিয়ে পালানোর চেষ্টা করা এক প্রতারককে আটক করেছেন যশোর জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল ৯টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।
দিনমজুর শরিফুল ইসলাম সাতক্ষীরা জেলার তালা থানার রায়পুর গ্রামের নওশের আলীর ছেলে। তিনি নড়াইল এলাকায় দিনমজুরের কাজ শেষে সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে নড়াইল স্ট্যান্ডে নামেন। ওই সময় যশোরের মনিরামপুর উপজেলার মোজাম আলির ছেলে মোতালেব হোসেন (৩২) প্রতারণার আশ্রয় নিয়ে তার কাছ থেকে সাড়ে ৭ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান।
টাকার প্রতারণা টের পেয়ে স্থানীয় লোকজন চিৎকার করলে মোতালেব দ্রুত দৌড়ে পালিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এলাকায় ঢুকে পড়েন। এ সময় হাসপাতাল পুলিশ ক্যাম্পে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।#
পরে জিজ্ঞাসাবাদে মোতালেব স্বীকার করেন, তিনি বর্তমানে যশোর শহরের চোরমারা দিঘি পাড় এলাকায় বসবাস করেন এবং অতীতেও অন্তত তিন-চারবার একই ধরনের প্রতারণার ঘটনা ঘটিয়েছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, হাসপাতালের পুলিশ ক্যাম্প থেকে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button