স্থানীয় সংবাদ
যশোরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

যশোর ব্যুরো
যশোর সদরের খানপাড়া এলাকায় মেহগনি গাছে উঠে কাজ করার সময় পড়ে আব্দুল গফফার (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত গফফার কচুয়া জরিনা বাজার এলাকার বাসিন্দা এবং আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, এলাকায় আশরাফুলের কাজে অংশ নিতে গিয়ে তিনি হাসেম দারোগার বাড়ির পাশের একটি মেহগনি গাছে ওঠেন। হঠাৎ পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানা একটি সাধারন অপমৃত্যু মামলা হয়েছে।

