ফুলবাড়ীগেটে দুই নারীকে একাকী পেয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই

# নগদ টাকা, স্বর্ণলস্কারসহ সাড়ে ৭ লক্ষ টাকার মালামাল লুট
স্টাফ রিপোর্টার ঃ ফুলবাড়িগেটে ভোর রাতে দুই নারীকে রাস্তায় একাকী পেয়ে দেশীয় অস্ত্রেরমুখে জিম্মি করে নগদ টাকা,স্বর্ণলস্কারসহ সাড়ে ৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়েগেছে। ঘটনাটি ঘটেছে গত ৩০ নভেম্বর সাড়ে ৩ টার পর দিঘীর পশ্চিমপাড় খলিফা বাড়ীর মোড়ে। এই ঘটনায় খানজাহান আলী থানায় অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে ভুক্তভোগ রেকসনা পারভীন খানজাহান আলী থানায় মামলা করেছেন (মামলা নং ১১, তাং-৩০/১১/২৫)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী রেকসনা পারভিন তার ছেলেকে ঢাকা এয়ারপোর্টে পৌঁছে দিয়ে ৩০ নভেম্বর রাত্র ৩ টা ২৫ মিনিটে ছেলের বউ রাইতা (২৭)নিয়ে ফুলবাড়ীগেট কুয়েট রাস্তার মোড়ে এসে নামে। ফুলবাড়িগেট থেকে ভ্যানে করে ফুলবাড়ীগেট দিঘীর পশ্চিমপাড় খলিফা বাড়ীর মোড়ে উপস্থিত হলে রাস্তার পাশ হতে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যত্তি দেশীয় তৈরি দা, ছুরি নিয়ে তাদেরকে ঘিরে ধরে। কোন চিৎকার করলে মেরে ফেলার হুমকি দিয়ে রেকসনার কাছে থাকা একটি স্বর্ণের আংটি, এক জোড়া স্বর্ণে কানের দুল ও একটি স্বর্ণের চেইন, মোট ওজন অনুমান-১.৮ (এক ভরি আট আনা), মূল্য অনুমান- ২,৬০,০০০/(দুই লক্ষ ঘাট হাজার) টাকা, ১ টি মোবাইল যার মূল্য ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা, নগদ ২৩,০০০/- (তেইশ হাজার) টাকা এবং তার বৌমা রাইতা এর কাছে থাকা দুইটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেই। লকেটসহ, একজোড়া স্বর্ণের কানের দুল, মোট ওজন অনুমান-২ (দুই ভরি), মূল্য অনুমান- ৪,০০,০০০/- (চার লক্ষ টাকা, নগদ-২,০০০/-(দুই হাজার) টাকা, ১ টি মোবাইল ফোন যার মূল্য অনুমান- ৪৫,০০০/-(পয়তাল্লিশ হাজার টাকা) মুহূর্তের মধ্যে লুট করে নিয়ে যায় । এ সময় ডাকাতরা একজন অপর একজনকে আশিক নাম ধরে ডাকে। তাদের বয়স অনুমান ১৮ থেকে ২৫ বছরে মধ্যে হবে। তাদের মুখ মাফলার দিয়ে বাধা ছিলো এবং ১ জনের মুখ খোলা ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়। এ বিষয়ে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তুহিনুজ্জামান বলেন আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


