কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের ধানের বীজ বিতরণ

# বকুলের উদ্যোগে #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব
রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের ধানের বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে দৌলতপুরের কেডিএ কল্পতরু মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের বীজ তুলে দেওয়া হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, দৌলতপুর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শরিফুল আনামসহ বিএনপির বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও কৃষি কাজে সম্পৃক্ত বিপুল সংখ্যক কৃষক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষকদের নানামুখী সংকট মোকাবেলায় এ ধরনের সহায়তামূলক উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। উন্নত মানের বীজ সরবরাহের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়বে এবং কৃষকের আর্থিক অবস্থারও উন্নতি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে জানানো হয়, কৃষি ও কৃষকের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনমুখী কর্মসূচি অব্যাহত থাকবে।


