স্থানীয় সংবাদ

বেগম খালেদা জিয়া বিএনপির একার সম্পদ নয় তিনি বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর সম্পত্তি-আজিজুল বারী হেলাল

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির তথ্য সম্পাদক ধানের শীষের প্রার্থী জননেতা আজিজুল বারী হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া মাহফিল করা হয়। সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু এবং সঞ্চালনায় আঃ রকির মল্লিক।
দোয়ার আগে আজিজুল বারী হেলাল বলেন, ওয়ান ইলেভেন সরকার ও ফ্যাসিস্ট হাসিনা সরকার অনেক চেষ্টা করেছেন বেগম খালেদা জিয়ার সম্মানহানিসহ নির্যাতনের মাত্রা এতো বাড়িয়েছিলেন যে, যেকোনো মানুষের সহ্য করা খুব কঠিন ছিলো। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বিএনপির একার সম্পদ নয় তিনি বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর সম্পত্তি। আল্লাহ মানুষকে ছাড় দেন ছেড়ে দেন না। শত চেষ্টার পরও বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা কমাতে পারেনি। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আজ সমগ্র বাংলাদেশের মানুষ দোয়া করছেন। শুধু দেশে নয় আন্তর্জাতিক ভাবে তাকে বিভিন্ন দেশের মানুষ দোয়া করছেন। কাতার সরকার তাকে রাষ্ট্রীয়ভাবে এয়ার এম্বুলেন্স পাঠাচ্ছেন, বেগম খালেদা জিয়া ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছন। হেলাল আরো বলেন আপনারা আমার রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার মানুষ যেভাবে ২৪ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে দোয়া করেছেন সমগ্র বাংলাদেশের মানুষ যেভাবে দোয়া করছেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন। এরপর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, শেখ আব্দুর রশিদ, আনিসুর রহমান, নাজমুস সাকিব পিন্টু, আতাউর রহমান রনু, কামরান হাসান, আরিফুর রহমান আরিফ, মাহমুদুল আলম লোটাস, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা বেল্লাল হোসেন, শেখ মোসলেম উদ্দিন, জামশেদ কবির জুয়েল, মোল্লা শফিউদ্দিন শাফি, কুদরত-ই-ইলাহি স্পিকার, জেলা যুবদলের সদস্য মোল্লা মাহমুদুল হাসান মিঠু, আব্দুল কাদের জনি, মনিরুল গাজী, মোহাম্মদ আলী টুটুল, হিমেল গাজী, আনোয়ার, সোহাগ বিশ্বাসসহ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button