নগরীর টিবি ক্রস রোডের ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি : জনমনে আতঙ্ক ‘

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর সদর থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের ৩/১ টি বি ক্রস রোডস্থ পাঁচ তলা ডাবল ফ্লাটের বাড়ির দোতলার পিছনের দিকের ফ্ল্যাটে বসবাসকারী ভাড়াটিয়ার গ্রিল ভেঙ্গে এক দুর্র্ধষ চুরি সংগঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর একটার মধ্যে এই চুরি সংঘটিত হয় বলে বাড়ির কেয়ারটেকার কাম সিকিউরিটি গার্ড মোঃ লুৎফর সানা(৫৮) জানান। ফ্ল্যাটের দীর্ঘদিনের ভাড়াটিয়া মাছ ব্যবসায়ী মোঃ জমির হোসেন বলেন, অন্যান্য দিনের মতো সকাল দশটার দিকে তিনি পেশাগত কাজে বেড়িয়ে যান এবং এগারোটার দিকে তার স্ত্রী ও সন্তানেরা পারিবারিক প্রয়োজনে বাসার বাইরে যায়। বেলা একটার দিকে তিনি বাসায় এসে ভেতর থেকে ফ্ল্যাটের মেইন দরজা বন্ধ পান। ইতিমধ্যে পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত হলে পুলিশকে খবর দেয়া হয়। কেএমপির খুলনা থানার পুলিশ এসে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাসার লকারসহ সকল আলমারির দরজা খোলা দেখতে পান এবং আলমারিতে থাকা কাপড়-চোপড়সহ প্রায় সকল মালামাল বিছানায় এবং ঘরের মেঝেতে ছড়ানো ছিটানো অবস্থায় দেখেন। পুলিশসহ উপস্থিত সকলে দেখতে পান, পাশের চার নম্বর হোল্ডিং এর মাসুম বিল্লাহর বাড়ির দিকের দোতলার একটি থাই জানালার গ্রিল ভাঙ্গা। আরো কিছু আলামত পরিলক্ষিত হলে উপস্থিত পুলিশ সদস্যরা ছবি তোলেন এবং আলামত সংগ্রহ করেন। গৃহকর্তার তৎক্ষণাৎ খসড়া হিসাবে ২ লক্ষ ৯০ হাজার নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রীসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। বিকেল তিনটার দিকে খুলনা থানার এস আই মিয়া আব্দুর রব এবং এস আই কামরুলের নেতৃত্বে একদল পুলিশ পুনরায় ঘটনাস্থলে আসেন ও সার্বিকভাবে বিষয়টি পর্যবেক্ষণসহ আলামত সংগ্রহ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো। উল্লেখ্য, ইদানিং টি বি ক্রস রোড, ট্যাঙ্ক রোড, গগনবাবু রোড সহ সন্নিহিত এলাকায় চুরি, ছিনতাই উদ্বেগ জনক হারে বৃদ্ধি পেয়েছে। এলাকায় প্রায় প্রতিরাতেই বিদ্যুতের তার ও মিটার, ওয়াসার পানির মিটার ও পাইপ, সামান্য অসতর্কতায় জানালা দিয়ে কাপড় চোপড় ও মোবাইল সেট দেদারছে চুরি হচ্ছে। অতি সম্প্রতি ২৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি টি বি ক্রস রোডের বাসিন্দা জলি জোয়ারদারের বাড়ির নিচ তলার আলভী ডিপার্টমেন্টাল স্টোরের মিটারের বৈদ্যুতিক সার্ভিস তার, ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের বাড়ির বিদ্যুতের সার্ভিস তার, ওয়াসার পানির মিটার চুরি হয়ে যায়। এরকম অভিযোগ প্রতিদিনই এলাকা থেকে পাওয়া যাচ্ছে। পাশাপাশি গভীর উদ্বেগের সাথে লক্ষণীয়, এসব এলাকায় নেশাখোর যুবকদের আনাগোনাও বৃদ্ধি পেয়েছে। টি বি ক্রস রোড এলাকায় নেশা দ্রব্য বিক্রির অনেকগুলো স্পট রয়েছে। প্রতিনিয়ত সন্ধ্যায় ও রাতে নেশা সামগ্রীর পুরিয়া বিক্রির দৃশ্য এলাকাবাসীর নজরে আসে। আগস্ট বিপ্লবের পরে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিছুটা কমে যাওয়ায় এবং সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সুযোগে অত্র এলাকাসহ খুলনা মহানগরীর আইন শৃঙ্খলার অবনতিতে শহরের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ- উৎকণ্ঠা বৃদ্ধি পেয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এলাকাবাসীকে সংগঠিত করা এবং জুলাই বিপ্লবের ইতিবাচক চেতনার সৎ ও নিরপেক্ষ মানুষদের সমন্বয়ে নতুন করে পুলিশিং কমিটি গঠনের মাধ্যমে পরিস্থিতির উন্নতি হওয়া সম্ভব বলে সচেতন এলাকাবাসী মনে করেন।


