মহেশ্বরীপুরে মাওলানা আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগের অংশ হিসেবে তিনি ভাগবা কাঠালতলা বাজার থেকে শুরু করে বানিয়াখালি মাছ কাটা। এরপর তিনি হড্ডা ফুলতলায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশে তিনি এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি মাঝের হড্ডা প্রাইমারি স্কুল, বন হড্ডা মাধ্যমিক বিদ্যালয়, হড্ডা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসব প্রতিষ্ঠানে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। দিনব্যাপী এই গণসংযোগ কার্যক্রমে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এলাকাবাসী তাঁর আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তাঁর কাছে তুলে ধরেন।
এ সময় খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, কয়রা উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, মহেশ্বরীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. আবু সাঈদ, সেক্রেটারি মাস্টার মাহফুজুর রহমান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুর রহিম, মহেশ্বরীপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুজাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, ৭ নং ভাগবা ওয়ার্ড সভাপতি গাজী মফিজুল ইসলাম, সেক্রেটারি আব্দুল হাই গাজী, ছাত্রশিবির সভাপতি মো. খাইরুল ইসলাম বাশার, ৮ নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খুলনা-৬ আসনের এই এমপি প্রার্থী আরও বলেন “জনগণের দুঃখ-কষ্ট লাঘব, মানবিক সহায়তা বৃদ্ধি এবং অঞ্চলভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নই আমার রাজনৈতিক জীবনের প্রধান অঙ্গীকার। মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে। তার গণসংযোগকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ তাদের সমস্যা, উন্নয়ন চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।


