স্থানীয় সংবাদ

বাগেরহাটের চাঞ্চল্যকর বিএনপি নেতা হায়াত হত্যা মামলার ৬ আসামীকে কারাগারে প্রেরণ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট জেলা শহরে চাঞ্চল্যকর বিএনপি নেতা এ এসএম হায়াত উদ্দিন হত্যা মামলায় উচ্চ আদালতের নির্দেশনায় ৬ সপ্তাহ জামিনে থাকা এজাহার নামীয় ৬ আসামীকে কারাগারে প্রেরন করা হয়েছে। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে আসামীরা রবিবার সকালে বাগেরহাট ভ্যাকেশন কোর্টে হাজির হলে আদালতের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মোঃ আশরাফুল ইসলাম আসামীদের জামিনাবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এ আসামীরা হলেন, ওমর আলী মুন্না, মোঃ রতন, সাদ্দাম, রেজাউল শেখ, জাহিদ ও রনি। এজাহার নামীয় এ ৬ আসামী হত্যা মামলার পর উচ্চ আদালতের মাধ্যমে ৬ সপ্তাহের জন্য আগাম জামিন নেয় । এর আগে এ মামলার প্রধান আসামী ইসরাফিল মোল্লা কে র‌্যাব সদস্যরা নারায়ন গঞ্জের বৈদ্যের বাজার এলাকা থেকে গ্রেফতার করে। এ ছাড়া হত্যাকান্ডের দুইদিন পর ঢাকার আশুলিয়া এলাকার একটি হোটেল থেকে জড়িত মোঃ ওমর ফারুক ইমন হাওলাদার ও মোঃ আশিকুল ইসলাম আশিক নামের দুইজন কে গ্রেফতার করে। চাঞ্চল্যকর এ মামলাটির তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই ¯েœহাশিস দাস এ তথ্য নিশ্চিত করেন।, উল্লেখ্য, গত ৩ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাট জেলা শহরের হাড়ীখালী এলাকায় একই দলের চিহ্নিত দুবৃর্ত্তরা এএসএম হায়াত উদ্দিন (৪৩) কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। নিহত হায়াত উদ্দিন বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালী এলাকার মৃত শেখ নিজাম উদ্দিনের ছেলে। সে পৌর বিএনপির সদস্য ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button