স্থানীয় সংবাদ
প্রবাহ সম্পাদকের সঙ্গে এমইউজের নবনির্বাচিত নের্তৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দ গতকাল রোববার রাতে দৈনিক প্রবাহের সম্পাদক আশরাফ-উল-হক-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় নেতৃবৃন্দ গণ-মাধ্যম বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রবাহ সম্পাদক নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং আগামী দিনে সঠিক নেতৃত্বদানের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান। একই সঙ্গে সংগঠনকে সবধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক প্রবাহের নির্বাহী সম্পাদক এনামুল হক, এমইউজের নবনির্বাচিত সভাপতি রাশিদুল ইসলাম, সহ- সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য জিয়াউস সাদাত উপস্থিত ছিলেন।


