মোল্লাহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে একটি সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার কোদালিয়া ইউনিয়নের দত্তডাঙ্গা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও ১ নং ওয়ার্ডের সকল স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, আমরা সংখ্যালঘু। ৫ তারিখের পর থেকে আমাদের জমি দখল সহ নানা ধরনের অত্যাচার নির্যাতন চলছে। এর ই ধারাবাহিকতায় গতকাল ৭ ডিসেম্বর সকাল ৯ টায় জাকির শিকদার বাহিনী তাদের পৈত্রিক জমি থেকে গাছ কেটে নেয়ার চেষ্টা করলে ভুক্তভোগী পঙ্কজ মন্ডল (৭০)ও তার স্ত্রী বাসন্তী মন্ডল (৬২) বাধা দিতে গেলে পঙ্কজ মন্ডলকে গাছের সাথে বেঁধে এবং তার স্ত্রীকে কুড়াল দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এসময় তাদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
ভুক্তভোগী পঙ্কজ মন্ডল জানান, তাদের পূর্বপুরুষদের ভোগদখকৃত কাহালপুর মৌজার ৪৩৬৫ নং দাগের রেকর্ডিয় জমি দীর্ঘদিন ধরে আত্মসাতের অপচেষ্টা করছে কোদালিয়া ইউনিয়নের জাকির শিকদার, রুবেল শিকদার, আজাদ খান গং।
পরিবারটি অভিযোগ করে বলেন, গত ৫ আগষ্ট ২০২৪ রাত ৩ টায় জাকির শিকদার বাহিনীর ৪০-৫০ জন লোক তাদের জমি দখলে করে এবং পঙ্কজ মন্ডলের বাড়ি থেকে সংসারের জিনিসপত্র লুট করে নেয়। এরপর ভুক্তভোগীর বাড়ির পূর্বপাশে পুর্বে তৈরিকৃত একটি একচালা টিনের ঘর বসিয়ে দখল নেয়। তাদের ‘মালাউন’ বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। তারা বলেন, এই জমি এখন থেকে আমাদের। এই বিষয়ে কোন কথা বল্লে প্রাননাশের হুমকি দেয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী আটজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া ও ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর মোল্লা সহ শতাধিক স্থানীয় বাসিন্দারা বলেন অভিযুক্ত ব্যাক্তিরা সন্ত্রাসী ও দাঙ্গাবাজ লোকজন, ৫ আগষ্টের পর তারা যোর পুর্বক পঙ্কজ মন্ডল ও পিযুষ মন্ডলের বাড়ি জোরপূর্বক দখল করে তাদের উপর অমানুষিক অত্যাচার নির্যাতন করে আসছে। এবিষয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হয়েছে তবে অভিযুক্ত জাকির শিকদার, রুবেল শিকদার, আজাদ খান গং কোন শালিস মানতে নারাজ। এর আগেও পঙ্কজের পরিবারের উপর হামলা ও দখলের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ (মোল্লাহাট থানা) সহ বাংলাদেশ সেনাবাহিনী শালিস বৈঠক করেন। কিন্তু তাদের শালিস না মেনে জোরপূর্বক দখল ও তাদের উপর নির্যাতন অব্যাহত রেখেছে।
বক্তারা মানববন্ধনের মাধ্যমে প্রসাশনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং এই ভুমি দস্যুর হাত থেকে সংখ্যালঘু পরিবারকে রক্ষা করা সহ অত্র এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রসাশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


