জনগণের অধিকার আদায়ে আমরা অঙ্গীকারাবদ্ধ : অধ্যাপক মাহফুজুর রহমান

# ৬ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, জনগণের অধিকার আদায়ে আমরা অঙ্গীকারাবদ্ধ। ইনশাআল্লাহ, ইসলাম ও ইনসাফের ভিত্তিতে জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠা করবো। তিনি বলেন, গত ৫৪ বছর সব প্রতীক দেখা শেষ, এবারের বিজয়ের প্রতীক দাঁড়িপাল্লার বাংলাদেশ। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, বৈষম্যমুক্ত, বেকারমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, দখলবাজমুক্ত ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে খুলনা-৩ আসনের দৌলতপুর থানাধীন ৬ নং ওয়ার্ডের পাবলা-বৈরাগী পাড়া এলাকায় লিফলেট বিতরণ ও গনসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় তার সঙ্গে দৌলতপুর থানা আমীর মাওলানা মুশাররফ আনসারী, শ্রমিক নেতা আল ফিদা হোসেন, আড়ংঘাটা থানা আমীর মনোয়ার আনসারী, জাফর সাদিক আনসারী, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান, ইসলামী ছাত্রশিবিরব বিএল কলেজ সভাপতি হযরত আলী, ৬ নং ওয়ার্ড জামায়াতের আমীর আমিনুর রহমান, সেক্রেটারি খোরশেদ আনোয়ার বিরাজ, জামায়াত নেতা কাজী জবেদ আলী, জি এম শাহাবুদ্দিন আহমেদ, আলী রেজা তাওয়াত, হাসিবুর রহমান,আবুল কাশেম, মতিয়ার রহমান, সাহিদুর রহমান নয়ন, হাকিম উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে ধনী-গরীবের বৈষম্য থাকবে না, নারী-পুরুষ সকলেই সমান সুযোগ পাবে এবং কেউ না খেয়ে থাকবে না। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারা শুধু আমাদের পাশে থাকবেন। তিনি বলেন, দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। সমাজে সৎ লোকের শাসন কায়েম হলে মুসলিম-অমুসলিম সংখ্যালঘুসহ সকলেই শান্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ ।


