খালিশপুর হকার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচ সম্পন্ন

# সভাপতি রমজান মিয়া ও সাঃ সম্পাদক একরামুল হক #
স্টাফ রিপোর্টার ঃ খালিশপুর হকার্স ইউনিয়ন (গভঃ রেজিঃ নং ১৪৭৪) এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মোট ২২০ জন ভোটারের মধ্যে প্রায় শতভাগ ভোট গৃহীত হয়েছে।
ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের পর ৯ ডিসেম্বর মঙ্গলবার রাতে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফারুক হিল্টন এবং সহকারী নির্বাচন কমিশনার আবু দাউদ দ্বীন মোহাম্মদ ও মনসুর আলম চৌধুরীর তত্ত্বাবধানে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এতে সভাপতি পদে চেয়ার প্রতীকে মোঃ রমজান মিয়া নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের তোফাজ্জল হোসেন জ্ঞানকে ১৯ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন। সহ-সভাপতি পদে মোমবাতি প্রতীকে মোঃ খলিলুর রহমান, মই প্রতীকের নূর মোহাম্মদের চেয়ে ৭৫ ভোট বেশি পেয়ে সহজ বিজয় নিশ্চিত করেন। সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে এস এম ইকরামুল হক সাইকেল প্রতীকের আতিয়ার রহমানকে ২৬ ভোটে পরাজিত করে বিজয়ী নির্বাচিত হন।
সহ-সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে মোঃ ইমরান হোসেন ঘুড়ি প্রতিকের সোহেল হোসেনের চেয়ে ২১ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। সাংগঠনিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে মোঃ আল আমিন হোসেন বিপুল ভোটের ব্যবধানে বই প্রতীকের মোঃ মাসুম বিল্লাহকে পরাজিত করেন। কোষাধ্যক্ষ পদে দোয়াত-কলম প্রতীকে জিএম সাইমন মোবাইল প্রতীকের ফারুক সরদারকে ৬২ ভোটে হারিয়ে বিজয় অর্জন করেন।
প্রচার সম্পাদক পদে টিউবওয়েল প্রতীকে আমিনুল ইসলাম গাভী প্রতীকের মোঃ কবির হোসেনকে ২৯ ভোটে পরাজিত করে নির্বাচিত হন। সমাজকল্যাণ সম্পাদক পদে টিয়া প্রতীকে মোঃ রফিকুল ইসলাম বেপারী অল্প ব্যবধানে মাত্র ২ ভোট বেশি পেয়ে টেবিল প্রতীকের মোঃ ইকরাম চাপড়াসিকে হারিয়ে বিজয়ী হন। কার্যনির্বাহী সদস্য পদে মিষ্টি কুমড়া প্রতীকে মোঃ মিজানুর রহমান ৫২ ভোটের ব্যবধানে ডাব প্রতীকের মোঃ তরিকুল ইসলামকে পরাজিত করে বিজয় লাভ করেন। উল্লেখ্য নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রতিটি পদেই ভোটারদের উৎসবমুখর ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।


